Baba Vanga Prediction: আসবে প্রলয়, সুনামি গিলে খাবে গোটা দেশ ! 'জাপানি বাবা ভাঙ্গা'র ভবিষ্যৎবাণীর পরেই প্রবল ভূমিকম্প; আতঙ্ক চরমে
Japanese Baba Vanga: জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী মিলে গিয়ে আজই জাপানের দক্ষিণ-পশ্চিমাংশে ভূকম্পন (Baba Vanga Prediction) অনুভূত হয়েছে। এই ঘটনা ঘিরেই তুমুল আতঙ্ক ছড়িয়েছে।

Japanese Baba Vanga Prediction: জাপানকে পৃথিবীর সবথেকে ভূমিকম্পপ্রবণ এলাকা বলে মনে করা হয়। আর এই দেশ ফের একবার ভয়ঙ্কর দুর্যোগের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। আবারও একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের মাটি। দেশের ভূমিকম্প গবেষণা কমিটি এবং সরকারি প্যানেলের প্রতিবেদন অনুসারে আগামী ৩০ বছরে ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প (Baba Vanga Prediction) হওয়ার সম্ভাবনা এখন ৭৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮২ শতাংশ। আর এই জাপানের নানকাই খাতে প্রবল ভূকম্পের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। এই আশঙ্কা তথা ভূমিকম্পের ভবিষ্যৎবাণী অনেক আগেই করেছিলেন 'জাপানি বাবা ভাঙ্গা' রিও তাতসুকি।
বিজ্ঞানীদের মতে নানকাই খাত হল এমন একটি সাবডাকশন জোন যেখানে ফিলিপাইনের মহাসাগরীয় পাত ধীরে ধীরে জাপানের মহাদেশীয় (Baba Vanga Prediction) পাতের নিচে ডুবে যাচ্ছে এবং এই অঞ্চলটি জাপানের সবথেকে মারাত্মক ভূমিকম্পের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বিজ্ঞানীরা নানকাই খাতের কাছে ক্ষুদ্র ভূমিকম্পের গতিবিধি লক্ষ করেছেন। এর ফলে মাটিতে ফাটল দেখা দিচ্ছে আর পাতগুলি প্রতিদিন কয়েক মিলিমিটার করে পিছলে নিচে চলে যাচ্ছে। এগুলি অদূর ভবিষ্যতে বিশাল ভূমিকম্পের কারণ হতে পারে। বিজ্ঞানীরা এখন ২০১১ সালে জাপানে আঘাত হানা সুনামির চেয়েও বড় প্রলয়ের আশঙ্কা করছেন।
বাবা ভাঙ্গার সতর্কবাণী
জাপানে ক্রমবর্ধমান বিপদের মধ্যে রিও তাতসুকির ভবিষ্যৎবাণী যাকে জাপানি বাবা ভাঙ্গা বলা হয়, ব্যাপক চর্চায়। সমগ্র দেশের মানুষ আতঙ্কে রয়েছেন। জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী মিলে গিয়ে আজই জাপানের দক্ষিণ-পশ্চিমাংশে ভূকম্পন (Baba Vanga Prediction) অনুভূত হয়েছে। তিনি পূর্বাভাস দিয়েছিলেন যে ফিলিপাইন ও জাপানের মধ্যবর্তী সমুদ্র তলদেশে বিশাল ফাটল দেখা যাবে এবং এর ফলে সুনামির থেকেও ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে। যদিও আশ্চর্যের বিষয় হল এই ভবিষ্যৎবাণীর পরেই আজ ৪ জুলাই টোকিও থেকে ১২০০ কিমি দক্ষিণ-পশ্চিমে টোকারা দ্বীপের সমুদ্রসৈকতে ৫.৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। সমাজমাধ্যমে কয়েকদিন ধরেই ট্রেন্ড করছে 'জুলাই ৫ ডিজাস্টার'। আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনে। আর যেহেতু এই ভবিষ্যৎবাণী অল্প হলেও বাস্তবে রূপায়িত হয়েছে তাই মানুষের মধ্যে ভয় আরও চরমে ছড়িয়েছে।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।






















