Viral News: জন্মদিনে ৩৫০ নিমন্ত্রিত, পরনে সাড়ে ৪ হাজারি স্যুট, ভাইরাল ঝাড়খণ্ডের সারমেয়
Pet Birthday Celebration: অতিথিরা সকলেই হাতে উপহার নিয়ে হাজির হয়েছিলেন জন্মদিনের পার্টিতে। কেক কাটার আগে নিজেদের পোষ্যের দীর্ঘায়ু কামনা করে আরতি আয়োজন করেছিলেন সুমিত্রা কুমারী ও সন্দীপ কুমারী।
নয়াদিল্লি: বাড়িতে পোষ্য থাকলে মনিব (Pet Parents) তাঁদের প্রতি বেশ আবেগপ্রবণই হন। পোষ্য যে কেবল পোষ্য নয়, পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। পরিবারের সদস্য। পোষ্যের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর অনেক ভিডিও সারাদিনই সোশ্যাল মিডিয়ায় (Social Media) দেখতে পাওয়া যায়। সেগুলির বেশ কিছু অনেক সময়েই ভাইরাল (viral) হয়। তেমনই ঝাড়খণ্ডের একটি ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। যেখানে বাড়ির সারমেয়র জন্মদিন উদযাপন চলছে।
পোষ্যের জন্মদিন সেলিব্রেশন
বাড়ির ছোট সন্তানের যদি জন্মদিনের পার্টি হয়, বন্ধুবান্ধব ডেকে উদযাপন করা হয় তাহলে পোষ্য কী দোষ করল? সেও যে বাড়িরই সদস্য। তেমনই এক পোষ্যের এলাহি 'বার্থডে পার্টি'র ভিডিও এখন ভাইরাল।
ঝাড়খণ্ডের ধানবাদের লয়াবাদ অঞ্চলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। বাড়ির পোষা কুকুর, তার নাম অক্ষর। কিন্তু আসল চমক অন্যত্র। জন্মদিনে নিমন্ত্রিত ছিল ৩৫০ অতিথি। ছাপানো হয়েছিল নিমন্ত্রণ পত্র। আর 'বার্থডে বয়'-এর সাজের খরচ শুনবেন? জন্মদিনে চারপেয়ে অক্ষর পরেছিল সাড়ে ৪ হাজার টাকার স্যুট। এমনই খবর সূত্রের।
অতিথিরা সকলেই হাতে উপহার নিয়ে হাজির হয়েছিলেন জন্মদিনের পার্টিতে। সেই উপহারের ডালিতে মিলেছে তিনটি সোনার লকেট। কেক কাটার আগে নিজেদের পোষ্যের দীর্ঘায়ু কামনা করে আরতি আয়োজন করেছিলেন সুমিত্রা কুমারী ও সন্দীপ কুমারী।
আরও পড়ুন: Viral News: কোলে ল্যাপটপ নিয়েই বিয়ের সকালের নিয়ম পালন বরের, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে মনিব ধরে রয়েছেন সারমেয়কে, যার পরনে স্যুট। সকলে চারিদিকে ভালবাসা ও উপহারে ভরিয়েছেন। সামনের টেবিলের ওপর একটি বিশাল কেকও রাখা দেখতে পাওয়া যায়। ভিডিওটি পোস্ট হতেই হুড়মুড়িয়ে বেড়েছে ভিউজ ও লাইকের সংখ্যা।
धनबाद में एक पालतू कुत्ते की जन्मदिन पार्टी को देख लोग बोले ‘क़िस्मत सहो तो ऐसी’ pic.twitter.com/yRc9iqgQFo
— Shubhankar Mishra (@shubhankrmishra) December 1, 2022
কমেন্টে ভরিয়েছেন অনেকেই। এক নেটিজেনের মতে, 'মনিবদের কাছে ওরা নিজের সন্তানের মতোই। এই অনুভূতি যাঁদের পোষ্য নেই তাঁরা কখনওই বুঝবেন না।' অপর একজনের মতে, 'ওরা পরিবারের সদস্য আর পরিবারের লোকের জন্মদিন কি উদযাপন করেন না আপনারা?'