Viral News: কোলে ল্যাপটপ নিয়েই বিয়ের সকালের নিয়ম পালন বরের, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
Viral 'Groom': সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। বাঙালি বিয়ের আসর। পুরোহিত বসে রয়েছেন, পাশের আসনে বরকর্তা, তার পাশের আসনে স্বয়ং বর। মাথায় টোপর, পরনে বরের পোশাক।
![Viral News: কোলে ল্যাপটপ নিয়েই বিয়ের সকালের নিয়ম পালন বরের, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় picture goes viral of groom following the wedding rules with a laptop on his lap, a storm of criticism on social media Viral News: কোলে ল্যাপটপ নিয়েই বিয়ের সকালের নিয়ম পালন বরের, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/29/60b5b322fcb78d10015afcc98489283d1669725136273229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: করোনা অতিমারী (Corona Pandemic) বিশ্বজোড়া মানুষের স্বাভাবিক জীবনে একাধিক বদল এনেছে। টানা দুই থেকে আড়াই বছর গোটা পৃথিবীর মানুষ গৃহবন্দি থাকলেও তাঁদের কাজ তো থেমে থাকেনি। মানুষ তখন নিজেদের মানিয়ে নিয়েছেন 'ওয়ার্ক ফ্রম হোম'-এর (Work From Home) অভ্যাসে। বাড়ি বসে কাজ। অতিমারী পরবর্তী দুনিয়ায় এটি বেশ সাধারণ একটি ঘটনা। কিন্তু তাই বলে সেই কাজ হাজির হবে বিয়ের পিঁড়িতেও? বুঝলেন না তো? এমনই এক ছবি যে এখন ভাইরাল (Viral) সোশ্যাল মিডিয়ায়। কলকাতার এক 'বর' যে বিয়ের মাঝেও কর্তব্যে অবিচল। চালিয়ে যাচ্ছেন অফিসের কাজ (Office Work)! সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়।
বিয়ের পিঁড়িতেও 'ওয়ার্কিং ফ্রম হোম'
বাড়ি থেকে কাজ করা এখন বেশিরভাগ চাকুরিজীবীরই অভ্যাস। অফিসের যাবতীয় কাজ বাড়ি বসে, কোলে ল্যাপটপ নিয়েই করে ফেলা যায়। বিশেষত করোনার পর এই অভ্যাসে নিজেদের অভ্যস্ত করতে একপ্রকার বাধ্য হয়েছেন অনেকে। তবে সেই অভ্যাস যে সঙ্গে করে বিয়ের আসর পর্যন্ত যেতে পারে, সেই আন্দাজ বোধ হয় কেউই করেননি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। বাঙালি বিয়ের আসর। পুরোহিত বসে রয়েছেন, পাশের আসনে বরকর্তা, তার পাশের আসনে স্বয়ং বর। মাথায় টোপর, পরনে বরের পোশাক। সামনে বিয়ের আচার অনুষ্ঠানের সরঞ্জাম সাজানো। বিয়ের দিনের সকালের ছবি দেখেই স্পষ্ট। কিন্তু সেই ছবিই নেটিজেনদের হাসির কারণ। কেন বলুন তো? কারণ, বর বাবাজি যে ব্যস্ত অফিসের কাজে। কোলে তাঁর খোলা রয়েছে ল্যাপটপ। মন দিয়ে কাজ সারছেন অফিসের। বিয়ের জন্যও হয়তো প্রাপ্য ছুটি মেলেনি। বা হতে পারে কাজের চাপ এতটাই যে বিয়ের সকালে কাজ না করলেই নয়। বিয়ের জন্য অফিস তো আর থেমে থাকবে না। সেই কারণে পুরোহিত ও বরকর্তা আচার অনুষ্ঠান পালন করলেও, বর ব্যস্ত কাজে। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল।
View this post on Instagram
আরও পড়ুন: Viral News: বাগদানের 'আংটি' তুলে আনতে মহাসাগরে ঝাঁপ, ফ্লরিডার যুবককে নিয়ে হইচই নেটদুনিয়ায়
এক ইনস্টাগ্রাম পেজের তরফে এই ছবি পোস্ট করে তো লেখাই হয়েছে, যে আপনার কোনও বন্ধু যদি থাকে এমন কর্মনিষ্ঠ, তাহলে তাঁদের ট্যাগ করে দিন। এই কর্মব্যস্ত প্রতিযোগিতার জীবনে কেউই কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। ফলে নিজের বৃদ্ধির বা এগিয়ে চলার কোনও সুযোগই কেউ ছাড়তে চান না। তবে নেটিজেনদের একাংশ এই অভ্যাসকে কিন্তু কটাক্ষই করেছেন। অনেকেরই মতে, 'এমন অফিসে কাজ না করাই বরং ভাল যেখানে বিয়ের দিনেও ছুটি মেলে না'। একাধিক বিরূপ মন্তব্যে ভরছে সোশ্যাল মিডিয়া পোস্টটি।
ভাল কি খারাপ সেই বিচার না হয় পাশেই থাকুক, 'ভাইরাল বর'-এর আগামী জীবন সুখের হোক এই কামনাই রইল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)