Watch Viral Video: বর্ষায় অপরূপা এই জলপ্রপাত, নায়াগ্রা বলে ভ্রম হতে বাধ্য, দেখুন ভাইরাল ভিডিও
Jog Falls: বর্ষার জগ জলপ্রপাতের অসম্ভব রূপ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন স্থানীয়রা। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে দেশে (Viral Video)।
বেঙ্গালুরু: বর্ষার আগমনে বিপর্যয় নেমে এসেছে একাধিক রাজ্যে। বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে গুজরাত, অসমের মতো রাজ্যে। ভাসছে মহারাষ্ট্রও। কিন্তু মুষলধারে অবিরাম বৃষ্টিতে এক জলপ্রপাতই চোখ জুড়োল কর্নাটকে (Karnataka Water Falls)। কারণ একনাগাড়ে ভারী বৃষ্টিতে আরও সুন্দরী হয়ে উঠেছে সেখানকার জগ ওয়াটার ফলস (Jog Falls)। জলের তোড়ের গুরু-গর্জন প্রখ্যাত নায়াগ্রা জলপ্রপাতকেও (Niagara Falls) ছাপিয়ে গিয়েছে বলে মত স্থানীয়দের।
বর্ষায় রূপবদল জগ জলপ্রপাতের
বর্ষার জগ জলপ্রপাতের অসম্ভব রূপ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন স্থানীয়রা। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে দেশে (Viral Video)। নরওয়ের প্রাক্তন কূটনীতিক এরিক সোলহেইমও সেটি শেয়ার করেছেন। তাতে লেখা ছিল, 'নায়াগ্রা নয়, এটি জগ ফলস। ভারতের কর্নাটকের সিমোগা জেলায় রয়েছে।'
সোশ্যাল মিডিয়ায় ওই ভাইরাল ভিডিও এখনও পর্যন্ত ১৮ লক্ষ মানুষ দেখেছেন। বহু মানুষ নিজ নিজ হ্যান্ডলে সেটি শেয়ার করেছেন। প্রকৃতির এই মনোরম দৃশ্যের ভূয়সী প্রশংসা করেছেন সকলে। বিদেশ-বিভুঁই যাওয়ার প্রয়োজন নেই, এই ভারতেই প্রকৃতি দু'হাত ভরে ঐশ্বর্য ঢেলে দিয়েছে বলে মন্তব্য করেন কেউ কেউ।
This is not Niagara Falls…
— Erik Solheim (@ErikSolheim) July 10, 2022
This is Jog Falls, located in Shimoga district of Karnataka, India🇮🇳
pic.twitter.com/1C1ohXFsCn
আরও পড়ুন: English Learning App: খেলার ছলে শিশুদের ইংরেজি শেখায় এই অ্যাপ, নাম 'ওকিপকি'
সম্প্রতি মহারাষ্ট্রে নানেঘাটের একটি ভিডিও-ও এমন ভাইরাল হয়ে যায়। তাতে নানেঘাট জলপ্রপাত কার্যতই ঊর্ধ্বমুখী বলে ঠাহর হয়। নিচের দিকে নেমে আসার বদলে দুই পর্বতের মধ্যে থেকে নেমে আসা জলপ্রপাত উপরে ধেয়ে উঠে যাচ্ছে ববে ধরা পড়ে দৃশ্যত। যদিও হাওয়ার দাপটেই এমনটা অনুভূত হয়।
মুহূর্তে ভাইরাল ভিডিও
ইন্ডিয়ান ফরেস্ট অফিসার সুশান্ত নন্দা সেই ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছিলেন। তার পর বহু মানুষ সেটি শেয়ার করেন। একটি হ্যান্ডল থেকেই মুহূর্তের মধ্যে সেটি প্রায় ৩৭ লক্ষ মানুষ দেখে ফেলেন।