Viral News : ফুড ডেলিভারি বয়কে মাঝরাস্তায় জুতোপেটা, লাথি ! ভাইরাল ভিডিও
Viral Video : বারবার ভুল স্বীকার করে নেওয়ার পরও ওই ফুল ডেলিভারি অ্যাপের এজেন্ট যুবকটিকে হেনস্থা হতে হয়েছে।
জব্বলপুর, (মধ্যপ্রদেশ) : পা থেকে জুতো খুলে টানা জুতোপেটা। ভরা মাঝরাস্তায়! মধ্যপ্রদেশের জব্বলপুরে এক ফুড ডেলিভারি অ্যাপ এজেন্টকে (food delivery agent) মাঝরাস্তায় ক্রমাগত জুতোপেটার ভিডিও ভাইরাল (Viral Video)। জুতো মারতে মারতে একসময় লাথিও মারেন ওই মহিলা। মাঝরাস্তায় ঘটতে থাকা ঘটনা দেখে কার্যত ভিড় জমে যায়। লোকজন মহিলাকে শান্ত করার চেষ্টা করলেও থামার বদলে ক্রমাগত চলল জুতোপেটা। ফুড ডেলিভারি বয় ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পরও যা চলল। আর মহিলার যে কাণ্ডই ভাইরাল।
ঠিক কী ঘটেছে
জানা গিয়েছে, ডেলিভারি অ্যাপ এজেন্টের বাইকের সঙ্গে ধাক্কা লাগে ওই মহিলার স্কুটির। যারপরই অগ্নিশর্মা হয়ে তাঁকে জুতোপেটা করতে শুরু করেন ওই মহিলা। মাঝরাস্তায় যে ঘটনায় হতচকিত হয়ে পড়েন সকলেই। ওই ফুড ডেলিভারি অ্যাপের এজেন্ট তাঁর ভুল স্বীকার করে নিলেও মাঝরাস্তায় জুতোপেটার হেনস্থা থামেনি। বরং উল্টে তাঁকে লাথিও মারেন ওই মহিলা। যদিও প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, স্কুটি চালানোর সময় ওই মহিলাকেই ফোনে কথা বলছিলেন। ওই সময় হন্তদন্ত হয়ে উল্টো ফুটে বাইক নিয়ে ঢুকে পড়েছিলেন এই যুবক। যারপরই দুই গাড়িতে ও ঘটনাক্রম।
কী বলছেন নেটিজেনরা
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে বারবার ভুল স্বীকার করে নিলেও মাঝরাস্তায় জুতোপেটা থেকে নিস্তার মেলেনি ওই যুবকের। মাঝরাস্তায় ক্রমাগত জুতোপেটা ও লাথি সহ্য করতে হয়েছে তাঁকে। যার নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। বেশিরভাগের বক্তব্য, বারবার ভুল স্বীকার করে নেওয়ার পরও ওই ফুল ডেলিভারি অ্যাপের এজেন্ট যুবকটিকে যেরকম হেনস্থা করা হয়েছে তা মেনে নেওয়া যায় না।
View this post on Instagram
গত বছরের অগাস্টে এরকম ঘটনা ঘটেছিল লখনউতে। যেখানে বারবার ক্ষমা চেয়েও ট্রাফিক পুলিশের উপস্থিতিতে এক মহিলার টানা চড় খেয়েছিলেন এক অ্যাপ ক্যাব চালক।
আরও পড়ুন- ট্রেন চলে যেতেই রেললাইন থেকে উঠে বসলেন এক মহিলা...