Viral Video: ট্রেন সরতেই চোখ কপালে...
Viral Video: ট্রেন চলে যেতেই রেললাইন থেকে উঠে বসলেন এক মহিলা
কলকাতা: ভিডিওটা এক ঝলক দেখলে বুক কেঁপে উঠতে বাধ্য। ঝড়ের বেগে লাইন দিয়ে যাচ্ছে ট্রেন (Train)। মুহূর্তের মধ্যে ট্রেন চলে যেতেই রেললাইন থেকে উঠে বসলেন এক মহিলা। তারপর ধীরেসুস্থে উঠে দাঁড়ালেন। তখন বোঝা গেল ওই মহিলার (woman) কানে ফোন রয়েছে। কিন্তু এ কি? তিনি যে একদম নির্বিকার। বরং উল্টোপ্রান্তে থাকা ব্যক্তির সঙ্গেই স্বাভাবিক স্বরেই কথা বলছেন। ফোন (Phone) কানে নিয়েই রেল লাইন থেকে উঠে আসছেন। ব্যাস, এটুকুই দেখা গিয়েছে ওই ভিডিওতে (video)। আর তাতেই যেন ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ২১ সেকেন্ডের ওই মিনি ভিডিও ক্লিপ। তবে কোন এলাকায় ঘটনা তা এখনও জানা যায়নি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল:
এক আইপিএস (IPS) অফিসার দীপাংশু কাব্রা (Dipanshu Kabra) ১২ এপ্রিল তাঁর টুইটার হ্যান্ডেল থেকে ভিডিওটি পোস্ট করেছেন। সেখানে ইতিমধ্যে এক লক্ষ ভিউ পেরিয়ে গিয়েছে। ওই পোস্টে দীপাংশু কাব্রা ক্যাপশন লিখেছেন 'ফোন পার গসিপ, জ়াদা জরুরি হয়'। অর্থাৎ ফোনে কথা বলাটা সবেচেয়ে বেশি জরুরি। বেশ কিছু ইউটিউব (Youtube) চ্যানেলও এই ভিডিওটি শেয়ার করেছে। ওই প্ল্যাটফর্মেও ভাইরাল ভিডিওটি।
फ़ोन पर gossip, ज़्यादा ज़रूरी है 🤦🏻♂️ pic.twitter.com/H4ejmzyVak
— Dipanshu Kabra (@ipskabra) April 12, 2022
নির্বিকার মহিলা:
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মালগাড়ি দ্রুতবেগে রেল লাইন (Rail Track) দিয়ে পেরিয়ে যাচ্ছে। কোনও স্টেশনের প্ল্যাটফর্ম (Platform) থেকে ভিডিওটি তোলা হয়েছে। ট্রেন পেরিয়ে যেতেই দেখা গেল মহিলাকে। তিনি এতক্ষণ দুই লাইনের ঠিক মাঝের অংশে চলন্ত ট্রেনের নীচে শুয়ে ছিলেন। ভিডিও দেখে মনে হচ্ছে, উপর দিয়ে ট্রেন যাওয়ার সময়ও তিনি হয়তো কথাই বলে চলেছিলেন ফোনে (Phone)। দর্শকদের যেখানে ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে, সেখানে কোনওরকম ভয়ের চিহ্ন নেই ওই মহিলার ব্যবহারে। যিনি ভিডিওটি তুলছিলেন তিনি একটি প্রশ্ন করেন, তার উত্তর দিতে গিয়েও একদম স্বাভাবিক ওই মহিলা। যা দেখে চোখ কপালে আপামর নেট জনতার।
গোটা ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ কড়া শাস্তি দিতে বলেছেন। আবার কারও রসিক মন্তব্য, 'বীর সম্মান দেওয়া হোক ওই মহিলাকে।'
আরও পড়ুন: প্রজাপতি না মানুষের মুখ ? কী দেখছেন, কী কারণ