এক্সপ্লোর
Chocolate: দিনে কতটা চকলেট খেলে মন ভাল থাকবে, সমস্যাও হবে না ?
Chocolate Day 2025: মিল্ক চকলেটে ভরপুর ক্যালরি থাকে, খেলে বাড়তে পারে ওজন। তবে ডার্ক চকলেট খেতেও অনেকে পছন্দ করেন। তবে দিনে কতটা চকলেট খেলে কোনো সমস্যা হবে না ?

দিনে কতটা চকলেট খাওয়া ভাল ?
1/10

ভ্যালেন্টাইন সপ্তাহ চলছে। শুরু হয়েছে ভালবাসার মরশুম। আর এই মরশুমে আজ এক বিশেষ দিন যার নাম চকলেট ডে।
2/10

এই দিনে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে চকলেট উপহার দেন তাদের প্রেমের স্মারক হিসেবে। এই চকলেট খাওয়ার অনেক গুণ রয়েছে।
3/10

চকলেট খেতে অনেকেই পছন্দ করেন। তবে নানা ধরনের চকলেট মেলে বাজারে। কোনোটায় দুধ থাকে, কোনোটায় থাকে না।
4/10

মিল্ক চকলেটে ভরপুর ক্যালরি থাকে, খেলে বাড়তে পারে ওজন। তবে ডার্ক চকলেট খেতেও অনেকে পছন্দ করেন।
5/10

যারা পাগলের মত চকলেট খেতে পছন্দ করেন তাদের জন্য জেনে রাখা জরুরি ঠিক কতটা চকলেট খাওয়া স্বাস্থ্যকর।
6/10

চকলেট খেলে মন ভাল থাকে, কারণ চকলেট খেলে শরীরে অক্সিটোসিন হরমোন ক্ষরণ হয়, তাই মেজাজ ভাল হয়ে যায়।
7/10

তবে দিনে এক বা দুই আউন্স অর্থাৎ ৩০-৬০ গ্রাম পর্যন্ত চকলেট খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল। এতে ক্যাফিনও থাকে।
8/10

বেশি চকলেট খাওয়া হলে অনিদ্রা দেখা দেয় এবং শারীরিক অস্বস্তি শুরু হতে পারে। ক্যাফিনের কারণে ঘুমে সমস্যা হতে পারে।
9/10

সঠিক মাত্রায় চকলেট খেলে শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ঠিক থাকে এবং এর অ্যান্টি অক্সিড্যান্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
10/10

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Published at : 09 Feb 2025 10:51 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
