Motivational Speaker: দিনে মোটিভেশনাল স্পিকার, রাতে চলে ডাকাতি ! ২০ লক্ষ টাকা লুটের দায়ে গ্রেফতার ইউটিউবার
Motivational Speaker Manoj Kumar Singh: পুলিশ কমিশনার জানিয়েছেন যে এটা দেখে বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে ব্যক্তি কঠোরভাবে অপরাধের বিরোধিতা করেন সমাজমাধ্যমে তিনি নিজেই এই ধরনের জঘন্য কাজের সঙ্গে যুক্ত।

ভুবনেশ্বর: মনোজ কুমার সিং ইউটিউবে একজন জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবেই পরিচিত ছিলেন। অপরাধমুক্ত সমাজ গড়ার কথা বারবার বলতেন তিনি, নিজের পাড়া-জেলায় এবং নিজের সমাজমাধ্যমে এই কথাই তাঁকে বলতে শোনা যেত। অপরাধ কত ঘৃণ্য, অপরাধের কত কুপ্রভাব তা নিয়ে বিস্তর আলোচনা করতেন তিনি আর সেই মোটিভেশনাল স্পিকারকেই (Motivational Speaker) ২০ লক্ষ টাকার ডাকাতির অপরাধে গ্রেফতার করেছে পুলিশ। ৪২ বছর বয়সী এই ব্যক্তির মুখোশ (YouTuber Arrested) এবার খুলে গিয়েছে সমাজের সামনে।
গত বৃহস্পতিবার ভরতপুর এলাকায় এক বড়সড় ডাকাতির ঘটনা ঘটে আর সেই ঘটনার সঙ্গেই জড়িত সন্দেহে পুলিশ তাঁকে গ্রেফতার করে নিয়ে আসে। পুলিশ কমিশনার এস দেবদত্তা জানিয়েছেন যে ভরতপুরের ডাকাতির ঘটনায় তাঁকে গ্রেফতার করার পরেই মনোজ কুমার সিংয়ের অতীতের অপরাধের ইতিহাস সম্পর্কে জানতে পারেন তারা। তাঁকে আটক করা হয়েছে ২০ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না এবং ১ লক্ষ টাকা নগদ সহ। ১৪ অগাস্ট দুপুরে এক সদ্য বিবাহিত দম্পতির ঘর থেকে এই ডাকাতির সময় মনোজকে আটক করেছে পুলিশ। রেকর্ড ঘেঁটে দেখা গিয়েছে এর আগেও ভুবনেশ্বর এবং নয়নগড়ে বহুবার চুরি-ডাকাতির দায়ে গ্রেফতার হয়েছেন মনোজ।
মনোজ সিংয়ের এই দ্বৈত ব্যক্তিত্ব দেখে তাজ্জব বনে গিয়েছেন পুলিশরা। কমিশনার জানিয়েছেন যে এটা দেখে বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে ব্যক্তি কঠোরভাবে অপরাধের বিরোধিতা করেন সমাজমাধ্যমে তিনি নিজেই এই ধরনের জঘন্য কাজের সঙ্গে যুক্ত। এমনকী তাঁর একটি মোটিভেশনাল স্পিচের ভিডিয়ো পেয়েছেন পুলিশেরা। তদন্তে জানা গিয়েছে ২০১০-১১ সাল থেকেই চুরি-ডাকাতি করতে শুরু করেন মনোজ কুমার সিং।
স্কুল ড্রপআউট মনোজের বিরুদ্ধে আগে থেকেই ১১টি মামলা দায়ের হয়ে আছে। জানা যায় ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি অপরাধ করা বন্ধ করে দিয়েছিলেন এবং নতুন জীবনে ফিরে এসেছিলেন। কটকের বৈদ্যেশ্বর এলাকায় স্ত্রী আর তাঁর ১৩ বছরের মেয়েকে নিয়ে ভাড়াবাড়িতে থাকেন মনোজ। পুলিশের চোখে ধুলো দিতেই সমাজমাধ্যমে মোটিভেশনাল স্পিকার হিসেবে বক্তব্য রাখতেন মনোজ, এমনটাই ধারণা আধিকারিকদের।
Bhubaneswar Police Arrest Motivational Speaker Thief Manoj Kumar SinghBhubaneswar police have apprehended Manoj Kumar Singh, a man posing as a motivational speaker, for allegedly stealing valuables from a locked house in the city.
— Under Coverist (@UCoverist58372) August 29, 2025
Singh, a resident of ...https://t.co/OQ0aeAWdj4 pic.twitter.com/eJgwJ2kK4d
তাঁরই এক প্রতিবেশি সুভাষ খুঁটিয়া জানিয়েছেন যে তিনি মনোজের অতীতের অপরাধের কথা জানতেন সবই, এমনকী পাড়ার সকলেই জানতেন। কিন্তু তাঁর মোটিভেশনাল ভিডিয়োগুলো দেখে অনেকেই ভেবেছিলেন যে তিনি বুঝি বদলে ফেলেছেন নিজেকে। এমনকী বেশ কিছু সমাজকল্যাণমূলক কর্মসূচিতেও তাঁকে অংশগ্রহণ করতে দেখা যেত।






















