Mumbai News: আবর্জনার স্তূপে পড়ে ষাটোর্ধ্ব ক্যানসার রোগী, মুখ ভর্তি ঘা ! 'আমার নাতি ফেলে গিয়েছে !' অসহায় উত্তর বৃদ্ধের
Cancer Patient: সূত্র অনুসারে পুলিশ সকাল সাড়ে আটটার সময়ে যশোদাকে খুঁজে পায়। তবু তাঁর অবস্থা দেখে বিকেল সাড়ে ৫টা পর্যন্তও তারা তাঁকে হাসপাতালে নিয়ে যেতে পারেননি।

মুম্বই: আশ্চর্য ঘটনা যা শুনলে একবারের জন্য হলেও হৃদয় আর্দ্র হবে আপনার। ৬০ বছর বয়সী এক মহিলা বহুদিন ধরেই ক্যানসারে আক্রান্ত। আর তাকেই সম্প্রতি মুম্বইয়ের অ্যারে কলোনি এলাকায় আবর্জনার স্তূপে (Mumbai News) পড়ে থাকতে দেখা যায়। সেই মহিলা মুম্বই পুলিশকে জানিয়েছে যে তাঁর নাতি তাঁকে এভাবে অবহেলায় আবর্জনার স্তূপে (Cancer Patient) ফেলে দিয়ে গিয়েছে।
সংবাদসূত্র অনুসারে, দুর্বল এই মহিলার নাম যশোদা গায়কোয়াড় এবং তিনি বহুদিন ধরেই স্কিন ক্যানসারে ভুগছিলেন। গত শনিবার সকাল সাড়ে আটটার সময় পুলিশ কন্ট্রোল রুমে খবর পাওয়ার পরে যশোদাকে আবর্জনার স্তূপে পাওয়া যায়। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে তারা ৬০ বছর বয়সী এই বৃদ্ধাকে আবর্জনার স্তূপে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখেছেন এবং তাঁর মুখে গুরুতর ঘা লক্ষ্য করেছেন যা চিকিৎসার অভাবে আরও মারাত্মক ক্ষতের রূপ নিয়েছে। অনুমান করা হচ্ছে যে এই ক্ষতটি তাঁর ক্যানসারের কারণে হয়েছে। যশোদার গাল ও নাকেও সংক্রমণের ছাপ দেখা গিয়েছিল।
সূত্র অনুসারে পুলিশ সকাল সাড়ে আটটার সময়ে যশোদাকে খুঁজে পায়। তবু তাঁর অবস্থা দেখে বিকেল সাড়ে ৫টা পর্যন্তও তারা তাঁকে হাসপাতালে নিয়ে যেতে পারেননি। বেশ কয়েকটি হাসপাতালে সুযোগ-সুবিধা ঠিকঠাক ছিল না, অনেক জায়গায় তাঁকে ভর্তি নিতে চায়নি। পরে সেই বৃদ্ধাকে কুপার হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে তাঁকে সংক্ষিপ্ত চেক আপের পরে ফিরিয়ে দেওয়া হয়। কুপার হাসপাতালের ডিন ডা. সুধীর মেধেকর যশোদার ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে তাঁর নাক এবং গালে আলসারোপ্রোলিফারেটিভ বৃদ্ধি ঘটেছে।
তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল...তবে তিনি বেসাল সেল কার্সিনোমাতে আক্রান্ত হয়েছেন বলেই জানা গিয়েছে। পুলিশকে যশোদা নামের সেই মহিলা জানিয়েছেন যে তাঁর নাতি এখানে তাঁকে রেখে গিয়েছে, আগে তিনি নাতির সঙ্গে মালাডে থাকতেন। এই সম্পর্কে তদন্ত শুরু করেছে পুলিশ, তাঁর আত্মীয়দের খুঁজে বের করার চেষ্টা চলছে। থানায় থানায় সেই মহিলার ছবিও পাঠানো হয়েছে এর জন্য।
সেই মহিলার নাতিকে খুঁজে বের করার জন্য পুলিশ স্থানীয় এলাকার রাস্তার কাছাকাছি সিসিটিভি ক্যামেরার ফুটেজ স্ক্যান করা হচ্ছে। তবে আবর্জনার স্তূপের কাছাকাছি কোনও সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না। সিনিয়র ইনস্পেক্টর রবীন্দ্র পাতিল সাধারণ মানুষের উদ্দেশ্যে জানিয়েছেন যে যদি কেউ তাঁকে চিনতে পারেন যেন থানায় সত্বর জানান।






















