Viral News: রাস্তার ধারের গাড়ি থেকে কেনা আইসক্রিমে জমে বিষাক্ত সাপ ! দেখলে গা শিউরে উঠবে
Offbeat News: এক ব্যবহারকারী লিখেছেন, "প্রথম কামড়ে আসক্ত হয়ে পড়বেন, আর দ্বিতীয় কামড়ে সোজা হাসপাতালের বিছানায় পৌঁছে যাবেন।"

রাস্তার ধারের গাড়ি থেকে কিনছিলেন আইসক্রিম। কিন্তু, সেই আইসক্রিমেই কি না জমে একটা আস্ত সাপ ! ফেসবুকে সেই ছবি শেয়ার করেছিলেন রেইবান নাকলেংবুন নামে থাইল্যান্ডের এক বাসিন্দা। যা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। থাই ভাষায় সোশ্যাল মিডিয়া পোস্টে নাকলেংবুন লিখেছেন, "কী বড় বড় চোখ ! মারা গেছে কি ? ব্ল্যাক বিন, সত্যিকারের ছবি কারণ এটি আমি কিনেছি।"
ব্ল্যাক বিন হচ্ছে থাইল্যান্ডের এক ধরনের আইসক্রিম। যা সে দেশের মানুষ প্রচুর পরিমাণ খান। সেরকম রাস্তার ধারের গাড়ি থেকে একটি ব্ল্যাক বিন কিনেছিলেন মধ্য থাইল্যান্ডের মুয়াং রাচাবুরির রেইবান। কিন্তু, তার পরের ঘটনা তাজ্জব বনে যাওয়ার মতো। সোশাল মিডিয়ায় রেইবান যে ছবি শেয়ার করেছেন, তাতে কালচে-হলুদ রঙের একটি সাপের মাথা পরিষ্কার দেখা যাচ্ছে। তাঁর এই পোস্টের পরিপ্রেক্ষিতে কেউ কেউ লিখেছেন, অল্প বিষাক্ত সাপ গোল্ডেন ট্রি হতে পারে এটি। যা মূলত ওই এলাকায় পাওয়া যায়।
]
সোশাল মিডিয়া এই ছবি পোস্ট হতেই নানা রকমের প্রতিক্রিয়া সামনে আসছে। মন্তব্যও করছেন অনেকে। কেউ কেউ বিষয়টিকে মজার ছলে দেখছেন, তো কেউ কেউ এনিয়ে রীতিমতো আতঙ্ক প্রকাশ করেছেন। এক ব্যবহারকারী লিখছেন, "এই কারণে আমি মূলত রাস্তার গাড়ি থেকে কিছু কিনি না। এটা ভয়ঙ্কর ব্যাপার।" অপর একজন লিখেছেন, "আরে আইসক্রিমের সঙ্গে আপনি একটু অতিরিক্ত প্রোটিন পেয়ে গেলেন।" অপর এক ব্যবহারকারী লিখেছেন, "প্রথম কামড়ে আসক্ত হয়ে পড়বেন, আর দ্বিতীয় কামড়ে সোজা হাসপাতালের বিছানায় পৌঁছে যাবেন।"
সাধারণত, গোল্ডেন ট্রি সাপ ৭০ থেকে ১৩০ সেমির আকারে হয়। কিন্তু, আইসক্রিমে যে সাপটি পাওয়া গেছে সেটি আকারে ছোট। ২০ থেকে ৪০ সেমির হবে।
আগের ঘটনা
গত বছর মুম্বইয়ের এক ডাক্তার একটি আইসক্রিম অর্ডার করে তার মধ্যে থেকে পেয়েছিলেন মানুষের একটি আঙুল। যা দেখে তিনি হতভম্ব হয়ে পড়েন। মালাডের শহরতলিতে থাকেন ওই চিকিৎসক ওরলেম ব্র্যান্ডোন সেরাও। অনলাইনে মুদির জিনিস অর্ডার করার সময় তিনি তাঁর বোনকে আইসক্রিম অর্ডার করতে বলেছিলেন।
ওই চিকিৎসক বলেছিলেন, "একটি অ্যাপ থেকে তিনটি আইসক্রিম কিনেছিলাম। যার মধ্যে একটি ছিল Yummo ব্র্যান্ডের বাটারস্কচ আইসক্রিম। এর অর্ধেকটা খাওয়ার পর, হঠাৎ দেখি মুখে শক্ত একটা কিছু ঠেকছে। প্রথমে আমি মনে করি, এটা হয়তো বাদাম বা চকোলেটের টুকরো হবে। এরপর জিনিসটা কী দেখার জন্য মুখ থেকে বের করি।"
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
