Optical Illusion: নিজেকে চিনতে চান? এই ছবিতেই পাবেন উত্তর, কীভাবে?
Optical Illusion Image: ছবিটি দেখলেই প্রথম ঝলকে একটিই নির্দিষ্ট বিষয় নজরে পড়বে। যা দেখবেন তাতেই লুকিয়ে রয়েছে উত্তর।
কলকাতা: বিভিন্ন প্রাণী বিভিন্ন সময়ে ক্যামোফ্লেজ নিতে পারে। যা ছদ্মবেশ ধারণ করতে পারে। কখনও শিকার ধরার জন্য অথবা কখনও শিকার হওয়ার থেকে বাঁচার জন্য প্রকৃতিই তাদের এই গুণ দিয়েছে। এই প্রাণীটিদের নিয়েই তৈরি হয়েছে একটি অপটিক্যাল ইলিউশন (Optical illusion)। সেটি একটি পরীক্ষাও বটে। এমন একটি ছবি যা কোনও ব্যক্তির অন্তর্নিহিত ব্যক্তিত্বের খোঁজ দিতে পারবে।
কীভাবে এই খোঁজ:
এই ছবিটিতে একাধিক প্রাণী রয়েছে। কোনও ব্যক্তি সবার আগে কোন প্রাণী দেখবে সেটাই উত্তর দেবে ওই প্রশ্নের। অর্থাৎ এক ঝলক ছবিটি দেখামাত্র সবার আগে যে প্রাণী চোখে পড়বে সেটাই খোঁজ দেবে সুপ্ত ব্যক্তিত্বের।
পেঁচা:
আপনার মনের গভীরতা আর পাঁচটা সাধারণ মানুষের দ্বারা ঠিকমতো বোঝা সম্ভব নয়। কিন্তু আপনি এক্সট্রোভার্ট হিসেবেই পরিচিত।
বাঘ:
আপনি নিজের ক্ষমতা এখনও বুঝে উঠতে পারেননি। নিজের মনের খোঁজ করুন। কোনও পুরনো ক্ষত এবার ভোলার চেষ্টা করুন। তাহলেই নিজের ক্ষমতা বুঝে উঠতে পারবেন।
নেকড়ে:
আপনি যদি নেকড়ে (Wolf) দেখে থাকেন, তাহলে আপনার ব্যক্তিত্ব সবাই বুঝে উঠতে পারে না অথবা আপনি সবাইকে নিজের আসল ব্যক্তিত্ব দেখান না। আনুগত্য-বিশ্বস্ততা, কোনও কিছু সঠিক তত্ত্বাবধান করা আপনার ব্যক্তিত্বের মূল বিষয়। বহু আগে থেকে কোনও কিছু আঁচ করতে পারার ক্ষমতাও আপনার রয়েছে।
সিংহ:
আপনি আগ্রাসী, গর্ব-সম্মানের খোঁজে থাকেন সবসময়। সেই কারণেই অনেকসময় অনেকের সঙ্গে সংঘাত শুরু হয়।
কুকুরছানা:
আরনার মন ভীষণ নরম। কাউকে সর্বস্ব দিয়ে ভালবাসতে পারেন আপনি। কিন্তু কোনও কারণে আপনি দুঃখিত বা আগে কখনও ধাক্কা খেয়েছেন। যা ভুলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন আপনি।
সাপ:
এটা দেখে থাকলে নিজের ক্ষতি করার অভ্যাস রয়েছে আপনার। সেই কারণে আপনার ঘনিষ্ঠ কেউ সমস্যায় পড়েন। নিজের দোষ-ত্রুটি খুঁজে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন।
আমাদের চারপাশে অপটিক্যাল ইলিউশনের অনেক ছবি রয়েছে৷ অপটিক্যাল ইলিউশন শুধুই ছবির ধাঁধা নয়। আমরা কীভাবে একটি নির্দিষ্ট বিষয়কে দেখি তার পাশাপাশি আমাদের ব্যক্তিত্বের একটি দিকও তুলে ধরে এইসব অপটিক্যাল ইলিউশন। প্রত্যেকেই প্রথম নজরে বিভিন্ন কিছু লক্ষ্য করবেন এটাই স্বাভাবিক কারণ প্রত্যেক মানুষ আলাদা, তাঁদের দৃষ্টিকোণও ভিন্ন। অপটিকাল ইলিউশন মানেই চোখ-মাথায় ঘোর লেগে যাওয়া। এতটাই দৃষ্টিভ্রম হয় যে আপনি ছবি ও ছবির অর্থের মধ্যে পার্থক্য খুঁজে বের করতে পারবে না।
আরও পড়ুন: কোনও সম্পর্কে রয়েছেন? মনের গভীরে কী রয়েছে? উত্তর দেবে এই ছবি