Optical Illusion: কোনও সম্পর্কে রয়েছেন? মনের গভীরে কী রয়েছে? উত্তর দেবে এই ছবি
Optical Illusion Image: ছবিটি দেখলেই প্রথম ঝলকে একটিই নির্দিষ্ট বিষয় নজরে পড়বে। যা দেখবেন তাতেই লুকিয়ে রয়েছে উত্তর।
কলকাতা: উপরের যে ছবিটি আপনি দেখতে পাচ্ছেন তা তৈরি করেছেন ওলেগ শুপলিয়াক (Olep Shupliak)। এই ছবিটি নাকি কোনও ব্যক্তির মনের অন্দরের বিশেষ কিছু অনুভূতির খোঁজ দেবে। কোনও সম্পর্কে থাকলে কীভাবে একজন ব্যবহার করবে তারই নাকি খোঁজ দেবে এটি।
কীভাবে এই খোঁজ?
চিত্রশিল্পী ওলেগ শুপলিয়াক তাঁর কাজে নানা সময় বিভিন্ন অবয়ব বা মুখের প্রতিকৃতি ব্যবহার করার জন্য বিখ্যাত। যে ছবিটি দেখা যাচ্ছে সেটির নাম 'Our thought, our song'। বিভিন্ন বিষয় লুকিয়ে রয়েছে এই ছবিটিতে। বলা হয়, কোনও ব্যক্তি যখন ছবিটি দেখবেন, তখন তিনি কোন বিষয়টি সবার আগে দেখছেন তার মাধ্যমেই নাকি বোঝা যাবে ওই ব্যক্তির ব্যক্তিত্ব, বা কোনও ভালবাসার সম্পর্কে থাকলে তাঁর ব্যবহার কেমন হবে। কী কী দেখা যাবে? তার অর্থই বা কী? রইল তারই বিস্তারিত বিবরণ। আগে দেখে যাক পুরো ছবিটি।
চিত্রশিল্পী এবং তাঁর আঁকা:
ছবিটির দিকে তাকালে প্রথমেই যদি কেউ চিত্রশিল্পী এবং তাঁর আঁকা দেখতে পান তাহলে ওই ব্যক্তি কোনও সম্পর্কে থাকলে সঙ্গীর প্রতি ভীষণ মনোযোগী হন।
গোঁফছাড়া এক ব্যক্তি:
যদি ছবিটি দেখেই কারও গোঁফছাড়া এক ব্যক্তি মুখ বলে মনে হয়, তাহলে সম্পর্কে থাকলে ওই ব্যক্তি অত্যন্ত আন্তরিক হবেন। গভীর গিয়ে চিন্তাভাবনার ক্ষমতা থাকবে।
এক গোঁফওয়ালা ব্যক্তির মুখ:
ছবিটির দিতে তাকিয়ে প্রথমেই এমন দেখলে সেই ব্যক্তি কোনও সম্পর্কে থাকলে অত্যন্ত ঘরোয়া হবেন। তাঁর কাছে সঙ্গীর সঙ্গে তৈরি করা পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে।
গাছের পাশে এক মহিলা:
এমন ছবি নজরে পড়লে সেই ব্যক্তি বিলাসী এবং ইন্দ্রিয়পরায়ণ হতে পারেন। তাঁর কাছে সেই সম্পর্কে ইন্দ্রিয়পরাণতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে।
বাড়িঘর:
ছবিটি দেখে প্রথমেই বাড়িঘর দেখতে পেলে সেই ব্যক্তি কোনও সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মনোযোগী। তাঁর কাছে সম্পর্কের ভবিষ্যত নিয়েও ভাল কোনও চিন্তাভাবনা রয়েছে।
বাদ্যযন্ত্র:
যদি কোনও ব্যক্তি বাদ্যযন্ত্র দেখতে পান তাহলে তিনি কোনও সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সৃজনশীল। সম্পর্কের জন্য তাঁর মধ্যে শিল্পসত্তার বিকাশ ঘটতে পারে।
আরও পড়ুন: ৩০ সেকেন্ডের চ্যালেঞ্জ! ছবিতে লুকিয়ে থাকা পেঁচাটিকে খুঁজে বের করতে পারবেন?