Viral Video: এ যে লম্বকর্ণ! এক মাস বয়সি ছাগলের কান ২১ ইঞ্চি লম্বা, দেখুন ভাইরাল ভিডিয়ো
Goat with Long Ear: সম্প্রতি ট্যুইটারে ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে একমাসের একটি ছাগল ছানাকে। নাম তার সিম্বা। আর কান ৫৪ সেন্টিমিটার লম্বা।
Viral Video: সোশ্যাল মিডিয়ায় (Social Media) আজকাল কত কিছুই না ভাইরাল (Viral) হয়। এবার ভাইরাল হয়েছে ছোট্ট একটি ছাগল ছানা। সৌজন্যে তার বিশাল লম্বা দুটো কান। সচরাচর এমন দৃশ্য দেখা যায় না। এক মাস বয়স ওই ছাগল ছানার। নাম সিম্বা। তবে বয়সে একরত্তি হলেও কানের দৈর্ঘ্যে সে একেবারে লম্বকর্ণ। ৫৪ সেন্টিমিটার (২১ ইঞ্চি) লম্বা কান রয়েছে তার। পাকিস্তানে বাস এই আজব দেখতে ছাগল ছানার। নিজের কানের আকার-আয়তনের জন্য আপাতত সিম্বা নামের এই ছাগল ছানা এখন পাকিস্তানের তারকা। রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছে সে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ঘুরছে এই ছাগল ছানার ছবি, ভিডিও। সংবাদ সংস্থা এএফপি সিম্বা নামের এই ছাগল ছানার ভিডিয়ো শেয়ার করেছে ট্যুইটার।
VIDEO: Is this goat the GOAT? Long-eared kid takes Pakistan by storm.
— AFP News Agency (@AFP) July 8, 2022
A kid goat with extraordinarily long ears - 54 centimetres (21 inches) - has become something of a media star in Pakistan. Simba is now living a pampered existence in Karachi, where he was born last month pic.twitter.com/fc9LoWGTff
জানা গিয়েছে, গত মাসে সিম্বার জন্ম হয়েছিল করাচিতে। জন্মের কয়েকদিন পরেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল ওই ছাগল ছানা। কারণ জন্মানোর ১০-১২ দিনের মধ্যেই সিম্বার কানের ওই বিকট আকার-আয়তন সামনে এসেছিল। এই অদ্ভুত দর্শন কানের জন্য ইতিমধ্যেই সিম্বার নাম গিনেস বুকে পাঠানোর উদ্যোগ নিয়েছেন তার মালিক মহম্মদ হাসান নারেজো। জন্মের পর থেকে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমেও শিরোনামে এসেছে এই ছাগল ছানা। মাত্র এক মাসেই বিপুল খ্যাতি পেয়ে গিয়েছে সে। একটি সুন্দরী প্রতিযোগিতাও জিতে নিয়েছে সে। ছাগল ছানার মালিক বলছেন, ২৫-৩০ বছর বয়সে মানুষ যতটা খ্যাতি পায়, মাত্র ৩০ দিনেই সেইভাবে বিখ্যাত হয়ে গিয়েছে এই ছাগল ছানা।
পাকিস্তানের এই ছাগল ছানাকে নিয়ে যে হারে মাতামাতি হচ্ছে তা নিয়ে একদিকে খুশি, আবার অন্যদিকে একটু চিন্তাতেও রয়েছেন সিম্বার মালিক, পেশায় ছাগল প্রতিপালক। কেউ তাঁর ছাগলের ক্ষতি না করে দেয়, এই আশঙ্কা রয়েছেন মহম্মদ হাসান। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, এসব নিয়ে মোটেই চিন্তিত নয় ওই ছাগল শাবক। বরং লম্বা কান দুলিয়ে মাঠে খেলে বেড়ানোই পছন্দ তার।
আরও পড়ুন- ঘোড়সওয়ার ডেলিভারি এজেন্টের খোঁজ দিলে ৫ হাজার টাকা, বলছে সংস্থা