Gujarat: স্যানিটাইজার দিতেই খসে পড়ল বুড়ো আঙুলের চামড়া! চোখ কপালে গুজরাতে
Viral News: পাশ করতে অভিনব পন্থা, তবুও ভেস্তে গেল গোড়াতেই
গুজরাত: রেলের চাকরি পেতে হবে। কিন্তু তার জন্য পেরোতে হবে কঠিন পরীক্ষা। সেই পরীক্ষা পাশ করতেই অভিনব পদ্ধতি নিল এক পরীক্ষার্থী। ঘটনাস্থল গুজরাতের ভাদোদরা।
কী সেই পদ্ধতি?
পরীক্ষা পাশ করবেন কিনা তা নিয়ে সংশয় ছিল পরীক্ষার্থী। সেই কারণেই পাশ করতে বিশেষ পদ্ধতি নিলেন তিনি। নিজের বুড়ো আঙুলের চামড়া নিখুঁত পদ্ধতিতে তুলে নিয়ে লাগিয়ে দিলেন বন্ধুর বুড়ো আঙুলে। কিন্তু কী কারণেই এই কাজ? যাতে ওই ব্যক্তির বদলে তাঁর বন্ধু পরীক্ষা দিতে পারেন। রেলের চাকরিতে ভুয়ো পরীক্ষার্থী ঠেকাতে কড়া ব্যবস্থা রয়েছে রেলের। যাতে কোনও ভুয়ো পরীক্ষার্থী পরীক্ষা দিতে না পারেন, সেই কারণে বুড়ো আঙুলের ছাপ (thumb impression) নেওয়ার নিয়ম করেছিল রেল (Indian Railway)। পরীক্ষার্থীর আধারের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখার ব্যবস্থাও ছিল। সেটাই ফাঁকি মারতে এই অভিনব পদ্ধতি বের করেছিলেন ওই ব্যক্তি। পরীক্ষার্থীকে বায়োমেট্রিক পদ্ধতিতে যাচাই করে রেল। সেই পদ্ধতিকে ফাঁকি দিতেই নিজের বুড়ো আঙুলের চামড়া কেটে বন্ধুর বুড়ো আঙুলে লাগিয়েছিলেন তিনি, এমনটাই খবর পিটিআই সূত্রে।
কিন্তু কাজ হয়নি:
এত চেষ্টা করেও অবশ্য কাজ হাসিল হয়নি। বায়োমেট্রিক (Biometric) মেশিনে আঙুল ছোঁয়ানো হলেও আঙুলের ছাপ মিলছিল না। বারবার মেশিনে হাত ছোয়াচ্ছিলেন ভুয়ো পরীক্ষার্থী। সংবাদ সংস্থা সূত্রের খবর, তখন পরীক্ষক খেয়াল করেন যে ওই পরীক্ষার্থী নিজের বুড়ো আঙুল লুকানোর চেষ্টা করছে, বারবার প্যান্টের পকেটে ঢুকিয়ে রাখছে হাত। তখনই সন্দেহ হওয়ায় ওই পরীক্ষার্থীর বুড়ো আঙুলে স্য়ানিটাইজার স্প্রে করেন পরীক্ষক। তখনই হঠাৎ বুড়ো আঙুলে লাগানো চামড়ার টুকরো পড়ে যায়। ফলে হাতেনাতে পাকড়াও হয় ভুয়ো পরীক্ষার্থী। ধরা পড়ে তাঁর বন্ধুও।
কাদের এমন বুদ্ধি:
পিটিআই (PTI) সূত্রে খবর, সে রাজ্যের অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ এসএম ভারোতারিয়া (SM Varotariya) জানিয়েছেন, পরীক্ষার্থী এবং তাঁর বন্ধু দুজনকেই গ্রেফতার করা হয়েছে। একজনের নাম মনীশ কুমার এবং আর একজনের নাম রাজ্যগুরু গুপ্ত। দুজনেই বিহারের মুঙ্গেরের বাসিন্দা। বয়স কুড়ি বছরের আশেপাশে। দুজনেই দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ। দুজনের বিরুদ্ধেই প্রতারণা, জালিয়াতির মতো অভিযোগে মামলা করা হয়েছে।
কোন পরীক্ষা?
রেল তাদের গ্রুপ ডি (Group D)-এর কিছু আসনের জন্য পরীক্ষা নিচ্ছিল। সেই পরীক্ষাতেই এমন ঘটনা ঘটে। ওই পরীক্ষায় বসেছেন ৬০০ জন পরীক্ষার্থী।
আরও পড়ুন: স্কুটারে পিৎজা ডেলিভারি বয়ের সফরসঙ্গী তাঁর সারমেয় বন্ধু! ভাইরাল ভিডিও দেখে খুশি নেটিজেনরা