Rajasthan News: প্রেম করে বিয়ের ‘অপরাধে’ নাক কাটা গেল যুবকের
Rajasthan Woman's Family Cut Her Husband's Nose: প্রেম করে বিয়ে করাই কাল হল। সেই ‘অপরাধে’ কনের পরিবারের লোকেরা তীব্র মারধর করে নাক কেটে দিল যুবকের।
Rajasthan Woman's Family Cut Her Husband's Nose: প্রেম করে একে অপরকে পছন্দ করে বিয়ে আজও অনেক সমাজে অপরাধ। তারই এক জলজ্যান্ত নজির হয়ে উঠল রাজস্থানের একটি পরিবার। বাড়ির মেয়ে প্রেম করে বিয়ে করেছে। এই অপরাধে নতুন জামাইয়ের নাক কেটে দিল কনের অভিভাবকেরা। এছাড়াও প্রচণ্ড মারধর করা হয় তাঁকে। শুক্রবার পুলিশ সূত্রে খবর, পালি-যোধপুর হাইওয়ের উপরে এই ঘটনাটি ঘটেছে।
ঠিক কী কারণে এই মারধর ?
বছর তেইশের চেলরাম ও তাঁর স্ত্রী পালির ইন্দিরানগরে একটি ভাড়াবাড়িতে থাকতেন। সেখানেই তাঁদের দুজনের সংসার ছিল। চেলরামের স্ত্রীর বাপের বাড়ি রাজস্থানের ঝানওয়ার গ্রামে। কিন্তু বাপের বাড়ির লোকজন এই বিয়ে মেনে নেননি। তাই ভাড়াতে থাকা। পুলিশ সূত্রের খবর, আগে থেকেই দুজনের মধ্যে সম্পর্ক ছিল। মার্চ মাসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তরুণীর পরিবারের তরফে আপত্তি ছিল বিয়েতে।
নাক কেটে দেওয়া হয়
কিন্তু ঘটনার দিন তরুণীর পরিবারের পাঁচ ব্যক্তি পালির (Pali Husband Assault) ভাড়াবাড়িতে আসেন। সেখানে এসে দম্পতিকে বলেন, বাড়ির লোকরা বিয়ে মেনে নিয়েছে। তাই গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে তারা এসেছেন। এই কথায় বিশ্বাস করে গাড়িতে চেপে বসেন দম্পতি। অভিযোগ, এর পর পালি যোধপুর হাইওয়ের উপর গাড়িতেই (Rajasthan Woman’s Family Beat Husband) বেধড়ক মারধর করা হয় চেলরামকে। ঝানওয়ারের নিকটবর্তী এক স্থানে নাক কেটে দেওয়া হয় তাঁর। এর পর একটি জঙ্গলে তাঁকে ফেলে চলে যান সকলে।
হাসপাতালে ভর্তি আক্রান্ত
তাঁকে অকুস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে আপাতত। পরিবারের কাছে ইতিমধ্যেই খবর পাঠানো হয়। ওই ব্যক্তিই খবর পাঠান পরিবারকে। পাশাপাশি পুলিশের তরফে এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়।
পুলিশে মামলা দায়ের
সংবাদমাধ্যমকে পিটিআইকে পালির (Pali Love Marriage Assault Case) ট্রান্সপোর্ট নগরের স্টেশন হাউস অফিসার অনিতা রানি বলেন, পাঁচজন ব্য়ক্তির বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। অপহরণ ও মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে। ওই পাঁচ ব্যক্তির মধ্যে চেলরামের স্ত্রীর দুই ভাইও উপস্থিত ছিলেন। সুনীল ও দীনেশের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - GI Tags: সব থেকে বেশি GI ট্যাগ কোন রাজ্যে জানেন? কেনই বা