(Source: ECI/ABP News/ABP Majha)
Vegan Diet: ডায়েটে কাঁচা সবজি, চ্যালেঞ্জ শুরুর ১ বছর পরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সর
Vegan Raw Food Influencer: নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঝনা ডি'আর্ট নামে পরিচিত এই ফুডফ্লুয়েন্সার ২১ জুলাই দক্ষিণ-পূর্ব এশিয়ায় সফরের সময় মারা গিয়েছেন।
নয়া দিল্লি: সোশাল মিডিয়ায় অনেকেই অনেকরকম চ্যালেঞ্জ নিয়ে থাকেন। অনেক সময় তা সুস্থ থাকার জন্য, অনেকসময় আবার তা একান্তই শরীরের সুস্থতার জন্য। সেভাবেই ডায়েটে কাঁচা নিরামিষ সবজি খেয়ে এক বছর পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সর।
নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঝনা ডি'আর্ট নামে পরিচিত এই ফুডফ্লুয়েন্সার ২১ জুলাই দক্ষিণ-পূর্ব এশিয়ায় সফরের সময় মারা গিয়েছেন। রাশিয়ান এই নাগরিক টানা ১ বছর ধরে সম্পূর্ণ কাঁচা নিরামিষ খাবারের ডায়েট অনুসরণ করে চলেছিলেন। মাত্র ৩৯ বছর বয়সেই মারা যান তিনি।
তিনি প্রায়শই সোশ্যাল মিডিয়াতে কাঁচা সবজির খাবার কীভাবে বানানো যায়, কীভাবে তা খেতে হয় তা নিয়ে প্রচার করে থাকেন। জানা গিয়েছেন তিনি চার বছর ধরে সম্পূর্ণ কাঁচা নিরামিষ খাবার ডায়েট অনুসরণ করেছিলেন। তিনি শুধুমাত্র "ফল, সূর্যমুখী বীজের স্প্রাউট, ফলের স্মুদি এবং জুস" খেয়ে থাকতেন।
যদিও পরিবার এখনও মৃত্যুর সঠিক কারণের জন্য অপেক্ষা করছে। মৃতার মায়ের অভিযোগ, খাবার থেকে নয় হয়তো কলেরার মতো কোনও সংক্রমণের জন্য এই মৃত্যু হয়েছে তাঁর মেয়ের। সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের এক বন্ধু জানিয়েছেন, "কয়েক মাস আগে, শ্রীলঙ্কায় তাঁকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। পা ফোলা ফোলা লিম্ফও ছিল। একজন ফুটফুটে মেয়ে যখন এমন দেখতে হয়ে যায় তা দেখে আমরা আতঙ্কিত হয়ে গিয়েছিলাম।"
আরও পড়ুন, অতিরিক্ত জল খেয়েই বিপত্তি! ফিটনেস চ্যালেঞ্জ নিতে গিয়ে জীবন বিপন্ন টিকটকারের
একজন বন্ধু নিউইয়র্ক পোস্টে বলেন, “আমি তার উপরে এক তলায় থাকতাম এবং প্রতিদিন সকালে তার প্রাণহীন দেহ খুঁজে পাওয়ার ভয় করতাম। আমি তাকে চিকিৎসার জন্য রাজি করিয়েছিলাম, কিন্তু সে তা করতে পারেনি।"
তাঁর বন্ধুদের কথায়, জ্যানা "সমবয়সীদের" দেখে অনুপ্রাণিত হয়েছিল। যদিও তাঁর বয়সের তুলনায় তাঁকে বেশি বয়সি লাগে। তবে তিনি সবসময় জাঙ্ক ফুড খাওয়ার বিরুদ্ধেই কথা বলে এসেছেন।