Viral Video: দু'হাতে এক ডজন পানীয়ের গ্লাস, ভাইরাল রেস্তোরাঁর তরুণী কর্মীর ভিডিও
Viral: ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ভিডিও। সেখানে দেখা গিয়েছে, বিয়ারের গ্লাসগুলো প্রায় কানায় কানায় পূর্ণ রয়েছে।
Viral Video: সোশ্যাল মিডিয়ায় (Social Media) কত ধরনের ভিডিওই তো ভাইরাল (Viral Video) হয় আজকাল। তবে তার মধ্যে কিছু ভিডিও থাকে যা দেখে অবাক হতেই হয়। তেমনই একটি ভাইরাল ভিডিও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, এক রেস্তোরাঁয় পানীয় পরিবেশন করছেন এক তরুণী। একসঙ্গে দু’হাতে ১২টা বড় বিয়ারের গ্লাস নিয়েছেন তিনি। তারপর এমন ভাবে হেঁটে এগিয়ে গিয়েছেন যেন একাজ তাঁর রোজের অভ্যাস। ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ভিডিও। সেখানে দেখা গিয়েছে, বিয়ারের গ্লাসগুলো প্রায় কানায় কানায় পূর্ণ রয়েছে। সেই অবস্থাতেই বেশ কায়দা করে একসঙ্গে একডজন গ্লাস তুলে নিয়ে পরিবেশন করার জন্য রেস্তোরাঁর টেবিলের দিকে এগিয়ে গিয়েছেন ওই তরুণী।
দেখুন সেই ভাইরাল ভিডিও
View this post on Instagram
ইনস্টাগ্রামে এই ভাইরাল ভিডিও দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। কীভাবে ওই তরুণী একসঙ্গে এক ডজন ভর্তি এবং বড় বিয়ারের গ্লাস নিয়ে টাল সামলে এগিয়ে গেলেন তা দেখেই অবাক হয়েছেন সকলে। নেটিজেনদের অনেকেই বলেছেন যে নিজের কাজের জন্য তরুণী যা পারিশ্রমিক পান, তার থেকেও বেশি পাওয়া উচিত। কারণ তরুণী যা করে দেখিয়েছেন তা সত্যিই অবিশ্বাস্য। সোশ্যাল মিডিয়ার অন্যান্য মিডিয়াতেও ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লাইক, কমেন্ট ভিউয়ের সংখ্যা। তরুণীর কাণ্ডকারখানা দেখে হতবাক নেট দুনিয়া।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, দিব্যি রেস্তোরাঁর কাউন্টার থেকে কায়দা করে একসঙ্গে ১২টি বিয়ারের মগ তুলে নিয়েছেন ওই তরুণী। তারপর হাসিমুখে এগিয়ে গিয়েছেন অর্ডার পরিবেশন করার দিকে। হাতে অত ভারী জিনিস নিয়েও কেউ যে এতটা সাবলীল ভাবে ভারসাম্য রেখে হাঁটতে পারেন, কোনও ক্ষয়ক্ষতি না করে নিজের কাজ একদম সঠিক ভাবে সম্পূর্ণ করতে পারেন। এই ভাইরাল ভিডিও না দেখলে তা বিশ্বাস হতো না।
আরও পড়ুন- মহিলার চোখ থেকে উদ্ধার ২৩টি কনট্যাক্ট লেন্স! ভাইরাল ভিডিও দেখে অবাক নেটদুনিয়া