Viral News: বিনামূল্যে মদ্যপানের সুযোগ, হ্যাংওভার কাটাতেও মিলবে ছুটি ! নতুন কর্মী আনতে বড় চমক এই সংস্থায়
Hangover Leaves: যদি কোনো কর্মী একটি, দুটি বা ততোধিক ড্রিঙ্কস নিয়ে থাকেন, তারা চাইলে তাদের নিজের জন্য হ্যাংওভার লিভের সুবিধে নিতে পারেন পরের দিন দেরি করে অফিসে আসার জন্য।

Japanese Company: কর্মীদের জন্য বিনামূল্যে মদ এবং হ্যাংওভার কাটানোর ছুটি দিচ্ছে এই সংস্থা। তাজ্জব সকলে। নতুন প্রতিভা, নতুন কর্মীদের (Hangover Leaves) আকৃষ্ট করতে অদ্ভুত নীতি এই সংস্থার। এমনও হয় ? জাপানের ওসাকার একটি ছোট টেক সংস্থা ট্রাস্ট রিং-এ এমনই পন্থা অবলম্বন করছেন কর্তৃপক্ষরা। কাজের জগতে সুবিধের এক অন্য সংজ্ঞা তৈরি (Japanese Company) করেছে এই সংস্থা, যেখানে বেশিরভাগ সংস্থাই মোটা বেতন দিয়ে থাকে, অন্য আরও (Company Policy) অনেক পার্কস ও বেনিফিট দিয়ে থাকে, সেখানে এই সংস্থা কর্মীদের সামনে একেবারে অন্য দুনিয়া খুলে দিতে চাইছে।
সংস্থার সিইও নিজেই কর্মীদের সঙ্গে অ্যালকোহল ও হ্যাপি টোস্ট ভাগ করে নিতে চাইছেন। যদি কোনো কর্মী একটি, দুটি বা ততোধিক ড্রিঙ্কস নিয়ে থাকেন, তারা চাইলে তাদের নিজের জন্য হ্যাংওভার লিভের সুবিধে নিতে পারেন পরের দিন দেরি করে অফিসে আসার জন্য। কেউ তাদের কোনো প্রশ্ন করবে না। একটি সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, এই সংস্থার জনৈক কর্মী জানিয়েছেন, 'যেহেতু আমি এই হ্যাংওভার লিভ' সিস্টেমের সুবিধে নিয়েছি, আমি তাই ১২টার সময়েও কাজে যেতে পারি। আপনি সেক্ষেত্রে ২-৩ ঘণ্টা বেশি ঘুমোতে পারবেন। আর তারপরে পরিস্কার মন নিয়ে কাজে যোগ দিতে পারবেন আপনি। আমার মনে হয় এতে আমার কর্মদক্ষতা দ্বিগুণ বেড়ে যাবে'।
সংস্থার সিইও জানিয়েছেন, তার মাথায় এই চিন্তা বা ধারণা এসেছিল কারণ কোনো নতুন কর্মী নতুন প্রতিভা তাদের সংস্থায় কাজ করতে চাইছিল না। বেতন সীমিত দেওয়ার কারণে এই সংস্থায় কোনো কর্মীই আসছিল না। আর তাই ওয়ার্কপ্লেসে এই অভিনব চিন্তা নিয়ে এসেছেন তিনি। তার মনে হয়েছে টাকার থেকেও কর্মীরা এই নীতিকে বেশি গুরুত্ব দেবেন।' তিনি এও জানান, এই সংস্থায় কর্মীদের প্রাথমিক বেতন হয় ২ লাখ ২২ হাজার ইয়েন অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১.২৭ লাখ টাকা। এর মধ্যে আবার ২০ ঘণ্টার ওভারটাইম পে ধরা রয়েছে, এর ফলে সবথেকে ন্যূনতম বেতনের কাঠামোতে রয়েছে এই সংস্থা। তার কথায়, 'আমরা চাইলেও এই প্রাথমিক বেতনটি বাড়াতে পারব না, তাই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা ক্ষেত্র হিসেবে এই চমকের কথা ভেবেছি'।
Disclaimer: The content published on this website is for informational and educational purposes only. While we may cover news and discussions related to alcohol consumption, industry trends, and regulations, we do not promote, endorse, or encourage the consumption of alcohol.
আরও পড়ুন; Bengaluru News: গাড়ি চালাতে চালাতেই ল্যাপটপে কাজ, অফিসে লগ ইন; মহিলাকে মোটা জরিমানা পুলিশের






















