Bengaluru News: গাড়ি চালাতে চালাতেই ল্যাপটপে কাজ, অফিসে লগ ইন; মহিলাকে মোটা জরিমানা পুলিশের
Bengaluru Woman Fined: রাস্তায় যেতে যেতে একজন মোটরবাইক চালক লক্ষ্য করেন সেই মহিলা গাড়ির ড্রাইভিং সিটে বসে ল্যাপটপ ঠিকমত বসানোর চেষ্টা করছেন। সেই বাইকচালক তখন এই গোটা ঘটনার একটি ভিডিয়ো করেন।

বেঙ্গালুরু: শহরের ব্যস্ত রাস্তা দিয়ে গাড়ি চালাতে চালাতে ল্যাপটপেও কাজ করছিলেন মহিলা। আর এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে পুলিশের (Traffic Challan) নজর পড়ে এবং গাড়ি থামিয়ে তাঁকে মোটা জরিমানা করে বেঙ্গালুরু পুলিশ। ওয়ার্ক ফ্রম হোমের ধারণার উর্ধ্বে গিয়ে তিনি ওয়ার্ক অন দ্য গো-তে চলে গিয়েছিলেন বলেই মত পুলিশের যা একেবারেই সম্মতির (Bengaluru News) যোগ্য নয়। এই মহিলার এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে পড়ে সমাজমাধ্যমে (Using Laptop While Driving) আর তা নজরে আসতেই সেই মহিলাকে খুঁজে বের করে জরিমানা করে পুলিশ।
শুধু জরিমানা করাই নয়, সেই মহিলার উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল যে হয় তাঁকে বাড়িতে কাজ করতে হবে, নাহলে অফিসে গিয়ে কাজ করতে হবে। রাস্তায় গাড়ি চালাতে চালাতে এভাবে কাজ করা যাবে না। অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানোর দায়ে অভিযুক্ত হয়েছেন এই মহিলা, তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
রাস্তায় যেতে যেতে একজন মোটরবাইক চালক লক্ষ্য করেন সেই মহিলা গাড়ির ড্রাইভিং সিটে বসে ল্যাপটপ ঠিকমত বসানোর চেষ্টা করছেন। সেই বাইকচালক তখন এই গোটা ঘটনার একটি ভিডিয়ো করেন এবং গাড়ির নম্বরপ্লেটটিও ক্যামেরায় তুলে ধরেন। আর তারপরে সমাজমাধ্যমে এই ভিডিয়ো ছেড়ে দেন তিনি। যদিও এই ভিডিয়ো থেকে গাড়ির আসল অবস্থান কোথায় ছিল তা বোঝা যাচ্ছে না, তবে তা খুব দ্রুত কর্তৃপক্ষের নজরে আসে।
যেহেতু সেই মহিলার ঠিকানা জানা গিয়েছিল সেই নম্বর প্লেটের রেজিস্ট্রেশন দেখে, পুলিশ সেই ঠিকানায় মহিলাকে থানায় আসার জন্য নোটিশ পাঠায়। সংবাদমাধ্যমকে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, 'মঙ্গলবার সেই মহিলা থানায় আসেন এবং আমরা তাঁকে এক্স হ্যান্ডলে ভাইরাল হওয়া সেই ভিডিয়োটি দেখাই এবং বলি যে কী বিপজ্জনক কাজটি তিনি করছিলেন। তার এবং অন্য মানুষের পক্ষে এই কাজ কতটা ঝুঁকিপূর্ণ ছিল তা তাঁকে বোঝানো হয়।' সেই মহিলা জানান যে তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন, আর তিনি সেইদিন আরটি নগরে নিজের বাড়ি যাচ্ছিলেন। তিনি জানান যে তাঁকে ল্যাপটপ চালু করতে হয়েছিল কারণ তাঁকে সময়ের মধ্যে লগ ইন করতে হত। তিনি ভয় পেয়েছিলেন যে রাস্তায় তার দেরি হতে পারে বাড়ি পৌঁছাতে।
এই ঘটনায় ডেপুটি কমিশনার অফ পুলিশ এক্স হ্যান্ডলে বার্তা দিয়েছেন, 'বাড়ি থেকে কাজ করুন, কিন্তু গাড়ি চালাতে চালাতে নয়।' তবে এই ভিডিয়ো ভাইরাল হলে নেটিজেনদের অনেকেই তার সঙ্গে মমত্ব প্রকাশ করেন। একজন লেখেন, 'সপ্তাহে ৭০ ঘণ্টা, ৯০ ঘণ্টা কাজের এটাই হল ফলাফল। আমার মনে হয় কর্মরত মহিলাদের ওয়ার্ক ফ্রম হোমের সুবিধে দেওয়া উচিত। আর তাতে অনেকটাই সময় বাঁচাতে পারবে সে। ঘরের কাজ সেরে ফাঁকা মাথায় কাজও সারতে পারবে, পরিবারকেও সময় দিতে পারবে। কিন্তু এরপরেও গাড়ি চালাতে চালাতে কাজ একেবারেই করা উচিত নয়।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
