Optical Illusion: ভ্যান গগের বিশ্বখ্যাত ছবিতে 'দৃষ্টিভ্রম'? আপনার চোখে কি তা ধরে পড়ছে?
Optical Image: চিত্রশিল্পী থেকে আমজনতা সকলেই যখন সেই ছবি দেখেন, একটাই কথা বলে থাকেন, কী যেন এক অদ্ভূত মিশেল রয়েছে এই ছবিতে, যেন চোখে ঘোর লেগে যাওয়া।
কলকাতা: ভিনসেন্ট ভ্যান গগের 'The Starry Night' ছবিটি দেখেননি, এমন মানুষ খুব কমই আছেন বিশ্বে। প্রাথমিকভাবে তা মিউজিয়ামে গিয়ে দেখতে হলেও, এখন সেই ছবির কপি ইন্টারনেটে দেখা যায় সহজেই। চিত্রশিল্পী থেকে আমজনতা সকলেই যখন সেই ছবি দেখেন, একটাই কথা বলে থাকেন, কী যেন এক অদ্ভূত মিশেল রয়েছে এই ছবিতে, যেন চোখে ঘোর লেগে যাওয়া। সম্প্রতি যে ছবিটি ভাইরাল হয়েছে, তা আদতে একটি দৃষ্টিভ্রমের ছবি। কিন্তু তার সঙ্গে ভ্যান গগের সেই ছবিটিও যেন অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে রয়েছে।
অনেকেই এটিকে অপটিকাল ইলিউশন বলছেন। আসলে অপটিকাল ইলিউশন আমাদের চতুর্দিকে হয়ে থাকে। চোখএবং মাথা দুটোকেই চ্যালেঞ্জ জানান যায় এই ধরনের দৃষ্টিভ্রমের মাধ্যমে৷ এমন অনেক কিছু দেখি যার আদতে বাস্তবে কোনও অস্তিত্ব নেই। তবে টুইটারে অ্যালেক্স ভার্বিকের সৌজন্যে মাইন্ড-টিজারটি এবার নজরে কেড়েছে নেটিজেনদের।
আরও পড়ুন, আপনি যদি এই ছবিতে লুকানো জন্তুটিকে খুঁজে পান তবে আপনি ১০০ জনের ১ জন !
প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে স্বীকৃত ছবিগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত ১৮৮৯ সালে নিউ ইয়র্ক সিটির মিউজিয়াম অফ মডার্ন আর্ট গ্যালারিতে জায়গাঁ করে নেওয়া ভিনসেন্ট ভ্যান গগের এই ছবি। তবে এবার যে দৃষ্টিভ্রমটি দেখা যাচ্ছে সেখানে ভ্যান গগের ছবি যেন চলছে আপন মনেই। অনেকেরই মনে হতে পারে, এমনটাও আবার হয় না কি?
কীভাবে হচ্ছে এই কাণ্ডটি?
প্রথমে আপনাকে ৩০ সেকেন্ড স্পিনিং যে ছবিটি রয়েছে সেদিকে তাকিয়ে থাকতে হবে। এরপর তাকান দ্য স্টারই নাইট ছবিটির দিকে। দেখবেন ভ্যান গগের স্থির চিত্র আর স্থির নেই। বরং সেটিও একইভাবে ঘুরছে।
এই ছবিটি শেয়ার করার পর থেকে টুইটারেই প্রায় কয়েক হাজার শেয়ার হয়ে গিয়েছে। ১৩৩ বছরের পুরনো ছবিটিকে দৃষ্টিভ্রম হিসেবে তুলে ধরার জন্য সৃষ্টিকর্তাকেও ধন্যবাদ জানিয়েছেন অনেক টুইটার ব্যবহারকারী। ইতিমধ্যেই কয়েক লক্ষ ভিউজও হয়েছে এই ছবিটির।
🎨
— Alexander Verbeek 🌍 (@Alex_Verbeek) September 15, 2022
The best way to see Van Gogh's "Starry Night" is to stare at the center of the spiral for 20 seconds and then look at the painting.
RT when it works for you. pic.twitter.com/SsEN8K0nSf