Micro-Retirements: বয়স মাত্র ২১, দেখা হয়ে গিয়েছে ৩০ দেশ, Gen Z-দের নয়া ভরসা Micro Retirements
Viral News: ব্রিটেনের কেন্টের মেডস্টোনের বাসিন্দা লরেন কার্বি। একটি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত তিনি।

নয়াদিল্লি: বয়স মাত্র ২১ বছর। ইতিমধ্যেই ৩০ দেশ ঘোরা হয়ে গিয়েছে। জীবনশিক্ষা দিচ্ছেন Gen Z তরুণী। নিদের খরচে আমেরিকা, মেক্সিকো, এস্টোনিয়া, পর্তুগাল-সহ ৩০টি দেশ দেখে ফেলেছেন ইতিমধ্যেই। কী করে এই অসাধ্য সাধন করলেন তিনি? জবাব এল, Micro Retirments. (Micro-Retirement)
ব্রিটেনের কেন্টের মেডস্টোনের বাসিন্দা লরেন কার্বি। একটি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত তিনি। পৃথিবী দর্শনে ১২ হাজার ৫০০ ডলার জমা করে ফেলেন অল্পদিনেই, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১ লক্ষ টাকা। আর তাতে ভর করেই ৩০টি দেশ ঘুরে ফেলেছেন লরেন। (Viral News)
আমেরিকার The New York Post-এ নিজের জীবনশিক্ষা তুলে ধরেছেন লরেন। জানিয়েছেন, Micro Retirements জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিই পাল্টে দিয়েছে। পাশাপাশি, শিশুদের দেখভালের কৌশল শিখে নিয়েছেন তিনি। যেখানে যান, আরও নতুন কিছু শেখেন, যা কর্মক্ষেত্রেও তাঁর দক্ষতা বাড়িয়ে তুলেছে।
Gen Z globetrotter, 21, takes 30 'micro-retirements' in three years https://t.co/GI8JDJWfgL pic.twitter.com/iasQThjGoM
— Mirror Travel (@MirrorTravel) February 5, 2025
কাজকর্ম, খরচ-খরচা সামলে কী করে এই বয়সে ৩০টি দেশ দেখলেন লরেন? তিনি জানিয়েছেন, Micro Retirements-ই তাঁকে স্বপ্নপূরণে সাহায্য় করেছে। ইদানীং Gen Z-দের মধ্যে এই রীতির আমদানি ঘটেছে। Micro Retirements আর কিছুই নয়, কিছু দিন অন্তর কর্মজীবন থেকে বিরতি নেওয়ার রীতি। মাঝেমধ্যে বিরতি নেওয়ায় কাজের প্রতি আত্মবিশ্বাসও বেড়েছে, আরও বেশি স্বাধীনচেতা হতে সাহায্য় করেছে বলে জানিয়েছেন লরেন।
১৮ বছর বয়স থেকে কাজ করছেন লরেন। অথচ একটা সময় অত্যন্ত লাজুক প্রকৃতির ছিলেন। নিজে নিজে অনলাইন খাবার অর্ডারও করতে পারতেন না। কিন্তু ১৮ বছর বয়সে যখন প্রথন কাজ থেকে বিরতি নেন, সেই থেকেই তাঁর জীবন পাল্টে যায়।
লরেন জানিয়েছেন, প্রথমবার TikTok-এ Micro Retirements-এর কথা শোনেন তিনি। একটি ভ্রমণ সংস্থা যাত্রাপথে শিশুদের দেখভালের জন্য লোক চাইছিল। সেই সুযোগ হাতছাড়া করেননি লরেন। মাস মাইনের চাকরি ছেড়ে তিনমাসের জন্য গ্রিসের কর্ফুর উদ্দেশে রওনা দেন। তাঁর থাকা, খাওয়া, বিমাবের ভাড়া, সবকিছুই ওই ভ্রমণ সংস্থা বহন করে। পাশাপাশি, মাসিক বেতনও হাতে ধরায়। সেই টাকা জমিয়েই পর্তুগাল, মেক্সিকো এবং ফিনল্যান্ড ঘুরে নেন লরেন।
ভ্রমণ শেষ হলে আবারও মাস মাইনের চাকরিতে যোগ দেন। কিন্তু ভাল সুযোগ আসতে ফের বেরিয়ে পড়েন। ২০২৩ সালে বাড়ির কাছে একটি নার্সারিতে লরেন পার্ট টাইম চাকরি নেন। সপ্তাহান্তের ছুটি এবং বার্ষিক ছুটি মিলিয়ে আরও ২৬টি দেশ দেখেন। অস্ট্রেলিয়ার ইস্ট কোস্টে দীর্ঘ সময় কাটানোর সুযোগও হয়।
করোনার সময় আচমকা যখন চারিদিক স্তব্ধ হয়ে যায়, সেই সময়ই প্রথম ভয় পান লরেন। এমন ঘটতে থাকলে পৃথিবী দেখার স্বপ্ন পূরণ হবে না বলে মনে হতে থাকে। তাই কাজের ফাঁকেই দেশ দেখতে বেরিয়ে পড়েন। তবে তিনি নিজের স্বপ্নপূরণে সফল হলেও, সকলের Micro Retirements-এ সফল হওয়া নিয়ে সংশয় রয়েছে তাঁর।
পরিসংখ্যান বলছে, Gen Z-দের ৪০ শতাংশ এবং মিলেনিয়ালসদের ২৪ শতাংশ এক চাকরিতে দু’বছরের বেশি থাকতে রাজি নন। দিনের পর দিন মুখ বুজে খেটে যাওয়ার পর নামমাত্র বেতন, মানসিক অশান্তি, ঘন ঘন চাকরি ছাড়ার অন্যতম কারণ। কিছুদিন অন্তর চাকরি থেকে বিরতি নিয়ে নিজের শখ-আহ্লাদ পূরণ, মানসিক স্বাস্থ্যরক্ষাকে গুরুত্ব দিচ্ছেন অনেকেই।






















