UK Woman Auctions Virginity: অনলাইন নিলামে ‘সতীত্ব’ বিক্রি করলেন তরুণী, ১৮ কোটি দর হেঁকে বিজয়ী হলিউড তারকা
Viral News: ২২ বছর বয়সি ওই তরুণীর সাক্ষাৎকারও নিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

নয়াদিল্লি: বিশ্বায়নের যুগে অনলাইন অনেক কিছুই বিকোয়। রক্ত-মাংসের মানুষও যে আজকাল পণ্যে পরিণত হয়েছেন, এবার তার বড় প্রমাণ মিলল। অনলাইন নিলামে নিজের ‘সতীত্ব’ বিক্রি করে এই মুহূর্তে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন ব্রিটেনের এক তরুণী। কারণ ১৮ কোটি টাকায় বিকিয়েছে ওই তরুণীর ‘সতীত্ব’। হলিউডের এক তারকা সর্বোচ্চ দর হেঁকে বিজয়ী হয়েছেন। রাজনীতিক, ব্যবসায়ী থেকে তাবড় ব্যক্তিত্বও ওই তরুণীর ‘সতীত্ব’ কেনার দৌড়ে শামিল ছিলেন বলে শোনা যাচ্ছে। (UK Woman Auctions Virginity)
২২ বছর বয়সি ওই তরুণীর সাক্ষাৎকারও নিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। জানা গিয়েছে, ওই তরুণীর পড়াশোনা এখনও শেষ হয়নি। ব্রিটেনের ম্যাঞ্চেস্টারের বাসিন্দা তিনি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে একটি এসকর্ট এজেন্সিতে নাম নথিভুক্ত করান. এর পর ওই তরুণীকে ‘বিক্রয়যোগ্য’ করে তোলার কাজে হাত দেয়। তরুণীর সাজগোজ, হাঁটাচলা, ভাবভঙ্গি, সবকিছু সংশোধনের দায়িত্ব নেয় ওই সংস্থা। (Viral News)
আন্তর্জাতিক সংবাদমাধ্যম Mirror জানাচ্ছে, এসকর্ট এজেন্সির লোকজন ওই তরুণীকে হাইপ্রোফাইল পার্টি, অনুষ্ঠানে পাঠাতে শুরু করে এর পর। সেখানে বিত্তশালীদের সঙ্গে তরুণীর পরিচয় করানো হয়, যাতে তাঁর প্রতি আগ্রহ তৈরি হয়, বিত্তশালীদের কাছে তাঁর চাহিদা তৈরি হয়। ওই তরুণীকে নিয়ে চর্চা শুরু হলে, নিলামে দর হাঁকার কাজে হাত দেয় ওই সংস্থা।
জানা গিয়েছে, অনলাইন মাধ্যমে ওই তরুণীর ‘সতীত্ব’ নিলামে তোলা হয়। ২২ বছরের তরুণীর সান্নিধ্য পেতে রাজনীতিক থেকে, ব্যবসায়ী, তারকা, সকলেই কার্যত হামলে পড়েন। তবে শেষ পর্যন্ত বাজিমাত করেন হলিউডের এক তারকা। ওই তারকার নাম প্রকাশ না করা হলেও, তিনি অত্যন্ত পরিচিত নাম বলে জানা গিয়েছে। লন্ডনের এক রাজনীতিক এবং দুবাইয়ের এক ব্যবসায়ীকেও পরাস্ত করেন তিনি। ওই তরুণীর সান্নিধ্য পেতে ওই তারকা ১.৭ মিলিয়ন ইউরো দর হাঁকেন, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৮ কোটি টাকা।
নিলামপর্ব মিটে যাওয়ার পর ওই হলিউড তারকার সঙ্গে তরুণীর-র দেখা-সাক্ষাতের প্রস্তুতি শুরু হয়। তাঁদের প্রথম Date-এ এসকর্ট এজেন্সির এক প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে ঠিক হয়। এর পর ডাক্তারি পরীক্ষা হয় তরুণীর। তিনি আদৌ কুমারী কি না, তা নিয়ে মুখের কথা বিশ্বাস করতে চাননি ওই হলিউড তারকা। ১৮ কোটি টাকা বৃথা না যায়, তার জন্য তরুণীর ‘সতীত্বে’ চিকিৎসকদের সিলমোহর আদায় করে নেন।
বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। সংবাদমাধ্যমে মুখ খুলেছেন ওই তরুণী। জানিয়েছেন, ধর্মপ্রাণ পরিবারের মেয়ে তিনি। কিন্তু নিলামে ‘সতীত্ব’ বিক্রি নিয়ে কোনও আফশোস নেি বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, “কোনও আফশোস নেই আমার। মেয়েদের সতীত্ব তো এমনিই চলে যায়, বিনিময়ে কিছু মেলে না। আমি অন্তত নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পেরেছি। আমি অত্যন্ত যুক্তিবাদী। নিজের সিদ্ধান্তে খুশি। যদি এমনি কারও সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতাম, তাঁর সঙ্গে বিয়ে না হওয়ার সম্ভাবনাই বেশি ছিল। আমি এমনি এমনি সব হারাতেও চাইনি।”
নিলামে ‘সতীত্ব’ বিক্রির এমন ঘটনা বেনজির। বিষয়টি নিয়ে নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। এ ব্যাপারে আইনি বিধিনিষেধ আনার দাবিও উঠছে। কিন্তু ওই তরুণীর দাবি, নিলামের গোটা প্রক্রিয়াই উপভোগ করেছেন তিনি। নিজের টাকায় ফ্ল্যাট কিনেছেন। সেই ফ্ল্যাট ভাড়া দিয়েছেন, যা থেকে নিয়মিত টাকা ঢুকছে ব্যাঙ্ক অ্য়াকাউন্টে। নিজের পছন্দের পোশাক, গয়না সব কিনতে পারছেন। গোটা দুনিয়া ঘুরে বেড়াতেও পারবেন। আগামীতে বিত্তশালী ‘Sugar Daddy’-ও চান বলে জানিয়েছেন ওই তরুণী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
