Viral News: মোবাইলে মজে তিন বাঁদর, মজার 'বাঁদরামি'-তে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়
Law Minister Kiren Rijiju:আট থেকে আশি, মোবাইল ফোনে আক্ষরিক অর্থেই এখন মগ্ন আবালবৃদ্ধবনিতা। কিন্তু তা বলে 'ওদেরও' এত উৎসাহ? 'ওদের' অর্থাৎ বাঁদরকুলের। এমনই ভিডিও শেয়ার করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী।
নয়াদিল্লি: আট থেকে আশি, মোবাইল ফোনে আক্ষরিক অর্থেই এখন মগ্ন আবালবৃদ্ধবনিতা (mobile phone interest)। কিন্তু তা বলে 'ওদেরও' এত উৎসাহ? 'ওদের' অর্থাৎ বাঁদরকুলের (monkey business)। শুনতে আজব লাগলেও একেবারে হাতেগরম প্রমাণ পেশ করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (union law minister kiren rijiju)। নিজের সোশ্যল মিডিয়ায় প্রোফাইলে দুরন্ত একটি ভিডিও পোস্ট করেছেন তিনি যেখানে দেখা যাচ্ছে, একেবারে মানুষের মতোই সোৎসাহে মোবাইল স্ক্রোল করছে তিন বাঁদর।
মজার 'বাঁদরামি'...
ভিডিওটির সঙ্গে মজার ক্যাপশনও দিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। লেখা, 'ডিজিটাল লিটারেসির সাফল্য কোনও অবিশ্বাস্য পর্যায়ে পৌঁছে গিয়েছে, সেটা শুধু দেখুন।' কী দেখা যাচ্ছে ওই ভিডিওয়? একটি মোবাইল ফোন তো রয়েছেই। সেটি সম্ভবত কেউ নিজের হাতে ধরে কয়েকটি বাঁদরের সামনে রেখেছেন। দেখা যাচ্ছে, বাঁদরগুলি মন্ত্রমুগ্ধের মতো মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছে। একজন আবার ফোনটি দুহাতে ধরেও রেখেছে। ঠিক যেমন ভাবে 'চেনা' মোবাইল ব্যবহারকারীদের অনেকেই ফোন ধরে থাকেন। আর এক জন আবার মোবাইলের স্ক্রিন স্ক্রোলের চেষ্টা করছে। এদের মধ্যে আবার এক ছানা ঢুকে পড়ে বড়দের মনোযোগ পাওয়ার প্রাণপণ চেষ্টা করছে। সে জন্য মোবাইল স্ক্রিন থেকে বড়দের দৃষ্টি সরানোর আপ্রাণ চেষ্টা করছে সে। গোটা ভিডিওয় ফোন নিয়ে এই 'বাঁদরামি' নজর কেড়েছে নেটিজেনদের। হাসির রোল সোশ্যাল মিডিয়ায়, বিস্ময়ের বোধ কমছে না অনেকের।
কী প্রতিক্রিয়া?
কেন্দ্রীয় আইনমন্ত্রীর ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভিডিওটির ১৯ হাজার ভিউজ হয়ে গিয়েছে। 'লাইক' পড়েছে ৪০০-রও বেশি। এতেই থামেনি 'বাঁদরামির' জনপ্রিয়তা। ভিউজ ও লাইকস বাড়ছে হুড়মুড়িয়ে। সঙ্গে কমেন্টের সুনামি। হাসির ইমোজি থেকে মজাদার মন্তব্য, সব কিছুর ছড়াছড়ি ট্যুইটার হ্য়ান্ডেলে। কেউ কেউ লিখেছেন, 'কৌতূহলী মন...প্রাইমেটদের জন্যও শিক্ষণীয় অভিজ্ঞতা। জ্ঞান ও অভিজ্ঞতার সুদূরপ্রসারী জের।' আর এক জন আবার লেখেন, 'দুর্দান্ত। এখান থেকে প্রমাণিত যে মানুষ ও বাঁদর, দু-পক্ষই প্রাইমেট।' তৃতীয় জনের মন্তব্য, 'মজাদার। কিন্তু বোঝাই যাচ্ছে, আমাদের নিকত্মীয়ের মধ্যে বিষয়টি নিয়ে যথেষ্ট উৎসাহ রয়েছে।' মানুষের আচরণ নকল করার ঘটনা বাঁদরদের মধ্যে নতুন নয়। তাই বলে মোবাইল ফোন নিয়ে এত উৎসাহ? হাসির রোল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন:মেরামতির কাজের জন্য শনি থেকে সোমবার শিয়ালদা-বনগাঁ শাখায় বাতিল একাধিক ট্রেন