Viral News: ঝগড়ার সময় ঠোঁট কামড়ে দেন স্বামী, প্রবল রক্তপাত; ১৬টি সেলাই নিয়ে 'কথা বন্ধ' মহিলার
UP Woman: উত্তরপ্রদেশের মথুরায় ঘটেছে অদ্ভুত কাণ্ড। এক দম্পতির মধ্যে ঝগড়া চলাকালীন স্বামী তার স্ত্রীর ঠোঁটে রাগের মাথায় কামড়ে দিতেই প্রবল রক্তারক্তি, হাসপাতালে গিয়ে ১৬টি সেলাই দিতে হয় ঠোঁটে।

Mathura News: উত্তরপ্রদেশের মথুরায় ঘটেছে অদ্ভুত কাণ্ড। এক দম্পতির মধ্যে ঝগড়া চলাকালীন স্বামী তার স্ত্রীর ঠোঁটে রাগের মাথায় কামড়ে দিতেই প্রবল রক্তারক্তি, আর রক্ত থামাতে হাসপাতালে গিয়ে ১৬টি সেলাই দিতে হয় ঠোঁটে। গতকাল শুক্রবার (Viral News) এই ঘটনা ঘটেছে। জেলা হাসপাতালে ঠোঁটে সেলাই (UP Woman) পড়েছে সেই মহিলার। এমনকী এতটাই রক্তপাত হচ্ছিল যে পুলিশকে ঠিকমত কথা বলে অভিযোগও জানাতে পারেননি সেই মহিলা। তাঁকে বাধ্য হয়েই লিখে জানাতে হয় গোটা ঘটনাটা। তার স্বামী, দেওর এবং শ্বাশুড়ির বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনেছেন তিনি।
পুলিশের কাছে দায়ের করা তার অভিযোগে জানা যাচ্ছে, সেই মহিলা নাগলা ভুচনের একজন বাসিন্দা। শুক্রবার সন্ধেবেলায় তিনি যখন বাড়িতে কাজ করছিলেন, তার স্বামী বিষ্ণু এসে কোনো কারণ ছাড়াই ঝগড়া করতে শুরু করেন। মাগুরার স্টেশন হাউজ অফিসার মোহিত তোমর এই বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন। যখন সেই মহিলা তার স্বামীকে চুপ করার জন্য বলেন, তখন রেগে গিয়েই তার ঠোঁটে কামড় বসান স্বামী।
মহিলা আরও অভিযোগ করেছেন যে, তার স্বামী ঠোঁটে এত জোরে কামড় দেন যে প্রবলভাবে রক্ত বেরোতে শুরু করে। সেই ব্যক্তির বোন বাড়িতেই ছিলেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন এবং সেই ব্যক্তি তার বোনকেও মারতে শুরু করেন। মহিলা তার শ্বাশুড়ি এবং দেওরের কাছে তার স্বামীর সম্পর্কে অভিযোগ জানাতে গেলে তারাও তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন এবং তাঁকে মারতে শুরু করেন।
এই ঘটনা সম্পর্কে জানতে পেরে সেই মহিলার বাবা থানায় নিয়ে যান তাকে এবং তার জামাই বিষ্ণুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। শুধু তাই নয়, বিষ্ণুর শ্বাশুড়ি, দেওরের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়। সেখানেই পুলিশকে জানানো হয় ১৬টি সেলাই পড়েছে তার মেয়ের ঠোঁটে। পুলিশসূত্রে জানা গিয়েছে কোনো একটি সাংসারিক বিষয় নিয়েই দম্পতির মধ্যে ঝামেলা হয়েছিল।
একই ঘটনা ঘটেছিল ২০২৩ সালের ডিসেম্বর মাসে, পণ চেয়ে স্ত্রীর নাকে কামড়ে তাঁকে আহত করে দিয়েছিলেন এক ব্যক্তি। দিল্লিতে এই ঘটনা প্রকাশ্যে এসেছিল। সেই ব্যক্তির পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। ২২ বছর বয়সী মহিলা আজমী এই ঘটনায় অভিযোগ করেছিলেন যে তার স্বামী নাজিম তার নাকে কামড় দিয়েছেন এবং তার শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকে প্রহার করেছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
