Insta Maid Service: ১৫ মিনিটে বাড়িতে পৌঁছে যাবে 'কাজের লোক' ! আরবান কোম্পানির 'ইনস্টা মেইড' পরিষেবা নিয়ে শুরু জোর তরজা
Urban Company: আরবান কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা বরুণ খৈতান সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, 'ইনস্টা মেইড'- রা আসলে চাহিদা অনুসারে পেশাদারীত্বের সঙ্গে বাড়ির কাজকর্মে সাহায্য করবেন।

Insta Maid Service: আরবান কোম্পানি- বর্তমানে বেশ জনপ্রিয় সংস্থা। সাধারণ বাড়ির বিভিন্ন কাজের জন্য এই হোম সার্ভিস ফার্ম দুর্দান্ত পরিষেবা দিয়ে থাকে। সম্প্রতি এক নতুন ভেঞ্চার লঞ্চ করেছে আরবান কোম্পানি। নতুন পরিষেবায় মাত্র ১৫ মিনিটে বাড়ির কাছে সাহায্যের জন্য পরিচালক-পরিচারিকা পাঠানোর বন্দোবস্ত করে দেবে এই সংস্থা। আরবান কোম্পানি নতুন পরিষেবার নাম দিয়েছে 'ইন্সটা মেইড'। রান্নার কাজ, পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ, এমনকি ঘর ঝাড়া, ধোয়া-মোছা, বাসন মাজা, ঝাড়পোঁছ- প্রায় সব বাড়িতেই যেসব কাজ থাকে, সেইসব কাজে সাহায্যের জন্যই মাত্র ১৫ মিনিটে লোক পাঠিয়ে দেবে আরবান কোম্পানি। আপাতত মুম্বইয়ের নির্দিষ্ট কিছু এলাকায় এই পরিষেবা চালু হচ্ছে, এক্স মাধ্যমে এমনটাই জানিয়েছে আরবান কোম্পানি কর্তৃপক্ষ। ঘণ্টা পিছু ৪৯ টাকা (ইন্ট্রোডাক্টরি রেট) দিতে হবে এই সাহায্যকারীদের। এর পাশাপাশি 'ইনস্টা মেইড'- রা বিনামূল্যে স্বাস্থ্য বিমান এবং লাইফ অ্যান্ড অ্যাক্সিডেন্টাল কভারেজ পাবেন।
এক্স মাধ্যমে আরবান কোম্পানি কী জানিয়েছে দেখে নিন একনজরে
We are thrilled by the overwhelmingly positive response to our newly launched service, “Insta Maids / Insta Help”, in Mumbai. Currently, the service is in its pilot phase, and we look forward to expanding it to other cities soon.
— Urban Company (@urbancompany_UC) March 14, 2025
At Urban Company, we are deeply committed to the…
এক্স মাধ্যমে আরবান কোম্পানির তরফে জানানো হয়েছে, যাঁরা সাহায্যকারী হিসেবে কাজ করবেন তাঁরা ঘণ্টায় ১৫০ থেকে ১৮০ টাকা আয় করতে পারবেন। এর পাশাপাশি পাবেন স্বাস্থ্য বিমা। এছাড়াও কর্মরত অবস্থায় কোনও দুর্ঘটনা ঘটলে তার জন্য ইনস্যুরেন্সের ব্যবস্থাও থাকবে। মাসে ১৩২ ঘণ্টা কাজ করতে পারবেন পার্টনাররা। মোট ২২ দিন কাজ করবেন তাঁরা। প্রতিদিন ৬ ঘণ্টা করে কাজ করতে হবে। আর এভাবে কাজ করলে মাসে প্রায় ২০ হাজার টাকা আয় করতে পারবেন আরবান কোম্পানির কর্মরত 'ইনস্টা মেইড'- রা। এর পাশাপাশি আরবান কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, ঘণ্টায় ৪৯ টাকা দেওয়ার যে বিষয়টি রয়েছে, তা সীমিত সময়ের অফার।
আরবান কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা বরুণ খৈতান সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, 'ইনস্টা মেইড'- রা আসলে চাহিদা অনুসারে পেশাদারীত্বের সঙ্গে বাড়ির কাজকর্মে সাহায্য করবেন। এটাই গৃহস্থালির কাজকর্ম করার ভবিষ্যৎ রাস্তা। সকলের জন্যই এই ব্যবস্থা ভাল হবে বলেও দাবি করেছেন বরুণ খৈতান। তবে আরবান কোম্পানির এই 'ইনস্টা মেইড' পরিষেবা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলেছেন এই উদ্যোগ বেশ ভাল, অনেক মানুষের সুবিধা হবে। তবে নিজেদের পরিষেবায় 'মেইড' শব্দের উল্লেখ নিয়ে আপত্তি জানিয়েছেন নেটিজেনদের অনেকেই। তাঁদের বক্তব্য এভাবে কাউকে 'মেইড' তকমা দেওয়া যায় না। এতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ করেছেন অনেকেই।






















