Optical Illusion: ছবিটিতে লুকিয়ে রয়েছে মোবাইল ফোন, আপনার চোখে ধরা পড়ছে সেটি?
Viral Image: কিছু কিছু ছবি তো আবার এমনও হয়, যেগুলির আপনার ব্যক্তিত্বের একটা বিশেষ দিক তুলে ধরতে পারে।
কলকাতা: ছবিতে যে কম্বলটি দেখছেন, তার মধ্যেই রয়েছে একটি মোবাইল ফোন (Mobile Phone)। সেই ফোনটিকেই আপনাকে খুঁজে বের করতে হবে। বলুন তো সেটি কোথায়। অপটিকাল ইলিউশনের (Optical Illusion) ছবিগুলি আজকাল আমাদের অবাক করছে।
আর অবাক করছে বলেই সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরালও হচ্ছে। আপনার চোখের সামনেই কিছু একটা লুকিয়ে রয়েছে। কিন্তু আপনি সেটিকে খুঁজে পাচ্ছেন না। শুধু তাই নয়। কিছু কিছু ছবি তো আবার এমনও হয়, যেগুলির আপনার ব্যক্তিত্বের একটা বিশেষ দিক তুলে ধরতে পারে। তেমনই একটা ছবি ফের ভাইরাল হয়েছে। সেই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন একটি রাগ বা মেঝেতে পাতার কম্বল। আর সেই কম্বলেই লুকিয়ে রয়েছে একটি মোবাইল ফোন। আপনাকে সেই ফোনটিই খুঁজে বের করতে হবে।
আসলে ওই কম্বলটির ডিজ়াইনই এমন যে, ফোনটি খুঁজে পাওয়া দুষ্কর। কম্বলের উপরে রয়েছে একটি টেবিল। পুরো কম্বলটাই সুন্দর করে নকশা করা রয়েছে। আর তার মধ্যেই লুকিয়ে রয়েছে একটা ফোন। দেখুন তো ভাল করে, খুঁজে পান কি না।
তবে জেনে রাখা ভাল যে, এই ছবিটি অনেক দিন আগেকার। সম্প্রতি তা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। বিশেষ করে ফেসবুকে ছবিটি খুবই ঘোরাফেরা করছে। কিন্তু প্রথম বার দেখে কেউই সেই অপ্টিক্যাল ইলিউশনের সমাধান করতে পারছেন না। অর্থাৎ, কম্বলের উপরে ফোনটি কোথায় রয়েছে, তা দেখতে পাচ্ছেন না কেউই।
আপনিও ওই ফোনটা খুঁজে পেলেন না তো? তাহলে উত্তরটা এবার আমরাই বলে দিই। কম্বলের ডানদিকটায় তাকান। টেবিলের এক্কেবারে ডান দিকের পায়াটা যেখানে রয়েছে, তার ঠিক পাশেই দেখতে পাবেন এবং নীল রঙের স্ট্রিপ। তাতেও ডিজ়াইন করা রয়েছে। সেখানেই ফোনটা রয়েছে।
একটু জ়ুম করে ছবিটা যদি লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন একটি ক্যামেরা জ্বলজ্বল করছে। আসলে ওটা একটা আইফোন। খুব ছোট হওয়ার ফলে, তা আপনার নজর এড়িয়ে যাওয়াটাও স্বাভাবিক। এরপরেও আপনি যদি ফোনটি খুঁজে না পান, তাহলে নীচের ছবিতে হলুদ অংশগুলি ভাল করে খেয়াল করুন। ঠিক ফোনটা দেখতে পাবেন।
আরও পড়ুন, জঙ্গলের মধ্যে থেকে একটি হরিণ আপনার দিকে তাকিয়ে রয়েছে, খুঁজে পেলেন?