Viral News: ৬০ পেরিয়েও দুরন্ত ফিটনেস! স্কাইডাইভিংয়ে জোড়া রেকর্ড ১০১ ষাটোর্ধ্বের
Skydiving Record: বয়স হলে, এমন ঝুঁকির খেলায় অংশগ্রহণ কার্যত স্বপ্নেরও অতীত অনেকের কাছে। কিন্তু প্রচলিত সেই ধারণাকেই হেলায় ওড়ালেন আমেরিকার একঝাঁক ষাটোর্ধ্ব 'তরুণ'।
নয়াদিল্লি: আকাশে উড়ন্ত বিমান থেকে লাফ। পিঠে শুধুমাত্র প্যারাসুট বাঁধা। তারপর বিশেষ কায়দায় ধীরে ধীরে নেমে এসে মাটি ছোঁয়া। বিশ্বজুড়ে একেই বলা হয় স্কাইডাইভিং (Skydiving) বা প্যারাশুটিং। অ্যাডভেঞ্চার স্পোটর্সের (Adventure Sports) তালিকায় একেবারে প্রথম তদিকে থাকে এটি। কখনও শুধুমাত্র প্যাশন কখনও আবার পেশাগত ভাবে এই ক্রীড়ার সঙ্গে যুক্ত অনেকে। ঝুঁকির এই অ্যাডভেঞ্চার স্পোর্টসে শারীরিক ও মানসিক ভাবে ভীষণ শক্তিশালী থাকতে হয়।
বয়স হলে, এমন ঝুঁকির খেলায় অংশগ্রহণ কার্যত স্বপ্নেরও অতীত অনেকের কাছে। কিন্তু প্রচলিত সেই ধারণাকেই হেলায় ওড়ালেন আমেরিকার একঝাঁক ষাটোর্ধ্ব 'তরুণ'। সেই সংখ্যাটা ১০১। ষাট বছরের উপরের মোট ১০১ জন একসঙ্গে যোগ দিলেন স্কাইডাইভিংয়ের একটি ইভেন্টে। শুধু যোগ দিলেনই না। সফলভাবে শেষ করে তৈরি করলেন বিশ্ব রেকর্ডও। এমনটাই দাবি আয়োজক সংস্থার।
সংগঠনটার নাম Skydivers Over Sixty,তাদের তরফেই গোটা আয়োজন। ওই ১০১ জন ষাটোর্ধ্ব স্কাইডাইভার মাঝ আকাশে ফর্মেশনও করেছেন। তার জেরেই ২টি বিশ্ব রেকর্ড ভেঙেছেন বলে জানিয়েছে ওই সংস্থা। চার বারের চেষ্টায় ওই ১০১ জন স্কাইডাইভার স্নো-ফ্লেক ফর্মেশন অর্থাৎ বরফকণার আকৃতি তৈরি করেছেন বলে জানিয়েছেন ওই ইভেন্টের আয়োজক সংস্থা।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি স্কাইডাইভিং পরিকাঠামো দেওয়ার সংস্থা Skydive Perris এই গোটা ঘটনার একাধিক ছবি তাদের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছে। সেখানেই জানানো হয়েছে এই ১০১ জন ষাটোর্ধ্ব স্কাইডাইভার দুটি বিশ্ব রেকর্ড ভেঙেছেন।
View this post on Instagram
কী ভাবে রেকর্ড:
ইনস্টাগ্রাম পোস্টটিতে বলা হয়েছে, এই স্কাইভাইভাররা দুটি রেকর্ড তৈরি করেছেন। একটি 1 Point 101 way, যা আগে ২০১৮ সালে শিকাগোতে করা হয়েছিল যা 75 way ছিল। একটি রেকর্ড ভাঙার পরেও তাঁরা ক্ষান্ত হননি। পরদিন ফের বিমানে চড়েন তাঁরা। সেখানে 2 point 95 way- করেন। এর আগে ২০১৭ সালের প্যারিসে করা 60 way রেকর্ড ভাঙেন তাঁরা।
নানা জায়গায় নানাভাবে রেকর্ড তৈরি হয়। বিভিন্ন খেলাতেই এমনটা হয়ে থাকে। কিন্তু ষাট পেরিয়েও একসঙ্গে এতজনের এমন রেকর্ড তৈরি চট করে তেমন একটা দেখা যায় না।
আরও পড়ুন: ২০ হাজার টাকার একটি মোবাইল বিক্রি করে কতটা লাভ রাখেন বিক্রেতা?