(Source: ECI/ABP News/ABP Majha)
Viral News: রাত দুটোয় হানা, নিমেষে সাফ ৭০ কেজি লেবু
UP News: বুধবার রাতে ওই ঘটনায় একটি দোকান থেকে চুরি করা হয়েছে মোট ১২টি বস্তা। তাতে ছিল মোট ৭০ কেজি লেবু।
নয়াদিল্লি: রাত প্রায় দুটো। একটি দোকানের সামনে এসে দাঁড়াল একটি মোটরবাইক (Motorbike)। তার পিছু পিছু এসে দাঁড়াল একটি মিনি-ট্রাক (Mini Truck)। মোটরবাইক থেকে নেমে এলেন এক ব্যক্তি। তারপর দেখা গেল পাশের একটি দোকান থেকে মিনি-ট্রাকে তোলা হচ্ছে একটার পর একটা বস্তা। কাজ মিটে গেলে ফের চলে গেল মোটরবাইক ও মিনি ট্রাক। মাত্র কয়েক মিনিটেই শেষ কাজ। গোটা ঘটনা ধরা পড়েছিল সিসিটিভি (CCTV) ক্যামেরায়।
আজব চুরি:
তবে আসল পর্দা ফাঁস হল বৃহস্পতিবার। মিনি-ট্রাকে যে বস্তা তোলা হচ্ছিল, তা আদতে লেবুর (Lemon) বস্তা। বুধবার রাতে ওই ঘটনায় একটি দোকান থেকে চুরি করা হয়েছে মোট ১২টি বস্তা। তাতে ছিল মোট ৭০ কেজি (70 kg) লেবু। যার দাম ষাট থেকে সত্তর হাজার টাকা। ঘটনাস্থল উত্তরপ্রদেশের (uttarpradesh) গাজিয়াবাদ (Ghaziabad) জেলার মোদিনগর। একটি বাজারের দোকান থেকে লেবু চুরি করা হয়েছে।
কীভাবে চুরি:
পুলিশ সূত্রে খবর, যাঁর দোকান থেকে চুরি গিয়েছে, সেই ব্যবসায়ী রাত বুধবার রাত সাড়ে বারোটায় দোকান বন্ধ করেছিলেন। আর সিসিটিভি ক্যামেরার ফুটেজের সময় অনুযায়ী চুরি হয়েছে রাত দুটো নাগাদ। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ ফের দোকান খোলার জন্য এসেছিলেন ওই ব্যক্তি। দোকান খুলতেই ধরা পড়ে চুরির বিষয়টি। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি সেদিনই এই লেবু আনিয়েছিলেন। বুধবার রাত পৌনে একটা নাগাদ সেটা পাঠানো হয়েছিল। পরে বস্তা কম দেখে যোগাযোগ করতে সেখান থেকে জানানো হয় অর্ডার অনুযায়ী পুরো জিনিসই পাঠানো হয়েছে। পরে সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি পরিষ্কার হয়। সূত্রের খবর, ওই এলাকায় চুরির আগে বেস কয়েকবার টহল দিয়েছে বাইকটি। বাজারে নিরাপত্তারক্ষীও ছিল। কিন্তু সেই সময় তাঁরা বাজারের অন্যদিকে টহল দিচ্ছিলেন বলে সূত্রের খবর। কার ফাঁকেই হাপিস বস্তা বস্তা লেবু। সম্প্রতি আকাশ ছুঁয়েছে লেবুর দাম। কদিন আগে উত্তরপ্রদেশেই প্রায় একই কায়দায় চুরি গিয়েছিল লেবু।