Viral News: ফোন থেকে দূরে থেকে লাখপতি! জীবন বদলে গেল মহিলার!
Viral News: আট ঘণ্টা একবারের জন্যও মোবাইল ব্যবহার না করে এই লক্ষাধিক টাকার পুরস্কারটি জিতে নিয়েছেন তিনি।
নয়া দিল্লি: এখন ফোন ছাড়া আমাদের জীবন চলে না। সকালে ঘুম থেকে উঠে থেকে রাতে শুতে যাওয়ার সময়, ফোন আমাদের সর্বক্ষণের সঙ্গী। যদিও এর ক্ষতিকর দিকটি আমাদের কাছে স্পষ্ট। তবে এ এক যেন নেশাসম। হাতছানি এড়ানো যায় না। আর সেই বিষয়টি মাথায় রেখেই এক সংস্থা অভিনব ভাবনা এনে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
সেই প্রতিযোগীতায় এক মহিলা জিতলেন এক লাখ টাকা! অবাক করা হলেও এটাই সত্যি। আট ঘণ্টা একবারের জন্যও মোবাইল ব্যবহার না করে এই লক্ষাধিক টাকার পুরস্কারটি জিতে নিয়েছেন তিনি।
দক্ষিণ পশ্চিম চিনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল একটি সংস্থার তরফে। স্থানীয় সংবাদপত্রের রিপোর্ট অনুসারে, চংকিং পৌরসভার একটি শপিং সেন্টারে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ১০০ জন আবেদনকারীর মধ্যে থেকে ১০ জনকে বেছে নেওয়া হয়েছিল। এরপর তাদের একটি বিছানায় শুয়ে থাকতে বলা হয়। প্রতিযোগিতা শুরুর আগে মোবাইল ফোন, আইপ্যাড, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসও নিষিদ্ধ করা হয়েছিল।
যদিও জরুরিকালীন পরিস্থিতির কথা বিবেচনা করে অবশ্য প্রতিযোগীদের শুধুমাত্র কল করা যায় তেমন কিছু পুরনো মোবাইল ফোন মডেল দেওয়া হয়েছিল। তবে এই প্রতিযোগীতার বেশ কিছু নিয়মও ছিল। বিছানা ছেড়ে ৫ মিনিটের বেশি যাওয়ার নির্দেশ ছিল না।
আরও পড়ুন, ছাদ ভেঙে ঘরে ঢুকল দানবাকৃতি সাপ! আতঙ্কে চিৎকার! ভয়ঙ্কর সেই ভিডিও ভাইরাল
প্রতিযোগীদের খাওয়ার, পানীয় সবই দেওয়া হয়েছিল। তবে সেগুলি বিছানায় বসেই খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকী ফোন নেই বলে গভীর ঘুম দেওয়ারও নির্দেশ ছিল না। এমনকী হাতে ফোন নেই বলে উদ্বেগ হচ্ছে কি না সে বিষয়গুলিও দেখা হয়েছিল। বেশিরভাগ প্রতিযোগী তাদের সময় কাটিয়েছেন হয় বই পড়ে বা চোখ বন্ধ করে বিশ্রাম নিয়ে। এর মধ্যে এক মহিলাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তিনি ১০০ এর মধ্যে ৮৮.৯৯ পেয়েছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই মহিলা একটি ফিনান্স ফার্মে সেলস ম্যানেজার পদে কর্মরত। অবসর সময়ে সন্তানকে পড়াশোনা করান এবং তিনি জানিয়েছেন খুব কম সময়ই তিনি ফোন নিয়ে ঘাঁটাঘাটি করে থাকেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে