Viral Video: এক ঘর মেয়েদের সঙ্গে বসে দিতে হবে পরীক্ষা! ক্লাসে ঢুকেই অজ্ঞান হয়ে গেল ছাত্র
Viral News: কিন্তু কী এমন ঘটেছে যে যার জন্য এমন ঘটনা ঘটল? ছাত্রটি কাকিমা এএনআইকে জানিয়েছে যে, ছাত্রটি যখন দেখেন যে পরীক্ষা হলে সবাই মেয়ে সে একা ছেলে, ভয়ে ঘাবড়ে যান তিনি।

নয়া দিল্লি: পরীক্ষাকেন্দ্রে ঢুকেই অজ্ঞান হয়ে গেলেন ছাত্র। না পরীক্ষার চিন্তা করে নয়, বরং এক বেনজির ঘটনায় এমন কান্ডটি ঘটেছে। সংবাদসংস্থা এএনআইকে ওই ছাত্রর কাকিমা জানিয়েছে যে, দ্বাদশ শ্রেণিতে পড়া ওই ছাত্র পরীক্ষাকেন্দ্রে ঢুকে অজ্ঞান হয়ে যান। বিহারের শরিফ আলমা ইকবাল কলেজে পরীক্ষা দিতে গিয়ে এমন ঘটনা ঘটেছে।
কিন্তু কী এমন ঘটেছে যে যার জন্য এমন ঘটনা ঘটল? ছাত্রটি কাকিমা এএনআইকে জানিয়েছে যে, ছাত্রটি যখন দেখেন যে পরীক্ষা হলে সবাই মেয়ে সে একা ছেলে, ভয়ে ঘাবড়ে যান তিনি। এমনকি ভয়ে জ্বরও চলে আসে তাঁর। পরীক্ষা হলে এমন অবস্থা হওয়ায় তাড়াতাড়ি করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এও জানা গিয়েছে, ওই ছাত্র যখন পরীক্ষা হলে যান তিনি ভেবেছিলেন নিশ্চয়ই অনেকে আছেন। কিন্তু তিনি হলে গিয়ে দেখেন সেখানে ভর্তি মহিলা। তিনি একাই ছেলে। এরপরই নার্ভাস হয়ে পড়েন তিনি। ভয়ে জ্বর চলে আসে। এরপর অজ্ঞানও হয়ে যান। এরপর তাঁকে সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
এদিকে, পরীক্ষা বলে কথা! তাও আবার ফিজিক্স পরীক্ষা! তালগোল পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকেই। আর ঠিক যেমন ভাবা তেমনটাই যেন হল। পরীক্ষাকেন্দ্রে গিয়ে উত্তর ভুলে সব উলটপালট। কিন্তু খাতা তো ভর্তি করতে হবে? অগত্যা হিন্দি গানের লাইন লিখে ফিজিক্স পরীক্ষার প্রশ্নের উত্তর দিলেন পরীক্ষার্থী। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক শিক্ষক একটি ভিডিও শেয়ার করেছেন স্টুডেন্টের এই কীর্তির কথা ফাঁস করে। এরপর সেই ভিডিওটি পোস্ট করেছেন সঙ্গীতশিল্পী আলি জাফর। কারণ? তাঁরই 'ঝুম' গানের লিরিক্স ফিজিক্স পরীক্ষার খাতায় লিখেছেন ওই পরীক্ষার্থী।
পড়ুয়া এও লিখেছেন যে এই প্রশ্নটি একদম বাজে একটি প্রশ্ন। সে অত্যন্ত আঘাত পেয়েছে এ ধরনের প্রশ্ন পরীক্ষায় আসায়।
আরও পড়ুন, মনে নেই উত্তর! ফিজিক্স পরীক্ষায় খাতায় আলি জাফরের জনপ্রিয় গানের লাইন লিখল ছাত্র






















