Viral News: শ্বশুরবাড়ির অত্যাচারে ঘর ছাড়েন, মেয়েকে বড় করতে অটো চালানো শুরু; সমাজমাধ্যমে ভাইরাল এই মহিলার লড়াই
Woman Auto Driver: এই নীলমের অটোতেই একদিন চড়ে বসেছিলেন জনৈক মহিলা আর তিনিই রেডিটে নীলমের সম্পর্কে লিখে পোস্ট করেন। তারপরেই সমাজমাধ্যমে তুমুল ভাইরাল নীলমের জীবনসংগ্রামের কাহিনি।

নয়াদিল্লি: বর্তমান যুগে যে কোনো পেশায় মহিলাদের অন্তর্ভুক্তি ঘটছে এবং এটা এখন খুবই সাধারণ ব্যাপার। তবে এখনও কিছু কিছু পেশায় মহিলাদের দেখা যায় না সেভাবে। আর এই স্টিরিওটাইপ ভেঙে দিলেন এক মহিলা। পেটের দায়ে (Viral News) শুরু করলেন অটো চালানো আর এই মহিলার লড়াই মুহূর্তেই ভাইরাল সমাজমাধ্যমে। সাধারণত অটো চালানোর পেশাতে পুরুষদেরই আধিপত্য বলা চলে। আর সেই আধিপত্য এক লহমায় ভেঙে নিজের জায়গা করে নিয়েছেন নীলম, দিল্লির সেই ভাইরাল অটোচালক। স্বামী, শ্বশুরবাড়ির মানুষদের থেকে অত্যাচারিত, অপমানিত হয়ে (Delhi Auto Driver) মেয়েকে নিয়ে ঘর ছাড়েন নীলম। শুরু হয় সংগ্রাম আর তাই পেটের দায়ে অটো চালানো শুরু। মেয়েকে যে বড় করতে হবে, মুখে দুটো ভাত তুলে দিতে হবে।
এই নীলমের অটোতেই একদিন চড়ে বসেছিলেন জনৈক মহিলা আর তিনিই রেডিটে নীলমের সম্পর্কে লিখে পোস্ট করেন। তারপরেই সমাজমাধ্যমে তুমুল ভাইরাল নীলমের জীবনসংগ্রামের কাহিনি। এই মহিলা যাত্রী নীলমের সাহস এবং অদম্য জেদ দেখে দারুণভাবে অনুপ্রাণিত হন। তার সঙ্গে কথা বলতে বলতেই নীলমের জীবনের অনেক না জানা কাহিনি জানতে পারেন সেই যাত্রী। নীলম জানান বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়িতে তিনি একেবারেই সহায়তা পাননি কারো থেকে। না তার স্বামী, না তার শ্বশুরবাড়ির অন্য সদস্যরা, কেউই তাঁকে কোনো ব্যাপারে সহায়তা করেননি। তাছাড়া অত্যাচার, অপমান তো ছিলই। আর তাই নিজের জীবনের ভাল থাকার দায় তিনি নিজের হাতেই তুলে নেন। অটোচালক হয়ে নিজের জীবনে খানিক হলেও স্বাধীনতা পেয়েছেন নীলম।
রেডিটে সেই মহিলা যাত্রী নীলমের কথা লিখে সেই পোস্টের ক্যাপশনে লেখেন, 'এখন থেকে প্রতিটা ট্রিপ কোনো গন্তব্যে পৌঁছানোর নয়, বরং নিজের মেয়ের আরও উন্নত ভবিষ্যতের জন্য গড়ে তোলার, যেখানে ভয়ের কোনো জায়গা নেই। নীলম শুধুই অটো চালাচ্ছেন না, নীলম জীবনের একটা বদলকে চালাচ্ছেন।' এই পোস্টে ইতিমধ্যেই ২০০০টি আপভোট পড়েছে। এই পোস্টের কমেন্টে একজন লেখেন, 'এই স্টিরিওটাইপ ভাঙায় আমি খুবই খুশি'। আবার আরেকজন লেখেন, 'এটাই আসল নারীবাদ যেখানে সমাজে সত্যিকারের বদল আনার জন্য অনুপ্রেরণা জাগে, ভিতরে জেদ জাগে। মহিলারা আরও অক্লান্ত পরিশ্রম করে চলো, আর যখন প্রয়োজন নিজের সিদ্ধান্ত নিজে নাও'।
আরও পড়ুন: CBSE: দশম শ্রেণিতে বছরে দু'বার পরীক্ষা হবে ! কী বদল আনছে CBSE ?






















