Viral News: বিশ্বের সবচেয়ে দামি আম, এক কেজির দাম ২.৭০ লক্ষ টাকা!
World's Costliest Mango: আমের রঙ গোলাপি। জন্মস্থান আসলে জাপান। তবে এবার ফলন হয়েছে মধ্যপ্রদেশে। নাম তার মিয়াজাকি।
World's Costliest Mango: আলফানসো আমের নাম নিশ্চয় শুনেছেন। বেশ দামি এই আমকেও (Mango) পাল্লা দিতে বাজারে হাজির হয়েছে আর একটি আম। নাম তারা মিয়াজাকি (Miyazaki)। জাপানের এই আম (World's Costliest Mango) দেখতে যেমন সুন্দর, এর দামও তেমন। সম্প্রতি শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা সোশ্যাল মিডিয়ায় বিশ্বের সবচেয়ে দামি আমের ছবি শেয়ার করেছেন। জাপানে এর ভাল ফলন হলেও, ভারতে মিয়াজাকি আম পাওয়া বেশ দুর্লভ ব্যাপার। তবে মধ্যপ্রদেশের এক ব্যক্তি এই মিয়াজাকি আমের ফলন করেছেন। আর তা পাহারা দেওয়ার জন্য যে বন্দোবস্ত করেছেন, সেটাই এখন খবর। ছয়টি কুকুর এবং তিনজন নিরাপত্তারক্ষীর কড়া নজর রয়েছে মিয়াজাকি আমের উপরে।
The unusual ruby-coloured Japanese breed of mango, Miyazaki is said to be world's costliest mango, sold at Rs 2.7 lakh per kg. Parihar a farmer in Jabalpur, Madhya Pradesh has hired three security guards and 6 dogs to secure the two trees. pic.twitter.com/DxVWfjMT8F
— Harsh Goenka (@hvgoenka) July 3, 2022
জানা গিয়েছে, মধ্যপ্রদেশের এক চাষি পরিহার এই মিয়াজাকি আম ফলিয়েছেন। আর তা পাহারা দেওয়ার জন্য নিয়েছেন কঠোর ব্যবস্থা। শুধু শুধু কিন্তু এই জাপানি আমকে বিশ্বের সবচেয়ে দামি আম বলা হয়নি। জানা গিয়েছে, এক কেজি মিয়াজাকি আমের দাম ২.৭ লক্ষ টাকা। দুটো গাছে এই দুর্মূল্য আম ফলিয়েছেন মধ্যপ্রদেশের ওই কৃষক। রীতিমতো রাজকীয় ভঙ্গিতে সেই আমের পাহারাদারিও চলছে। সেই নিয়েই ট্যুইট করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ট্যুইটে মাঝে মাঝেই বিভিন্ন মজার ছবি, ভিডিয়ো শেয়ার করেন তিনি। অনেকসময়েই তাঁর ট্যুইটে থাকে চমকে দেওয়ার মতো বিভিন্ন তথ্য। এবারের ট্যুইটে নজর কেড়েছে জাপানের আম মিয়াজাকি। রঙ একেবারে চুনীর মতো।
গত বছর বিশ্বের সবচেয়ে দামি ফল ছিল এই মিয়াজাকি আম। এক কেজিতে দাম উঠেছিল ২.৭০ লক্ষ টাকা পর্যন্ত। কিন্তু মধ্যপ্রদেশের চাষি এই দুর্মূল্য আমের খোঁজ পেলেন কীভাবে? সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, একবার ট্রেন সফরের সময় এক ব্যক্তির থেকে মিয়াজাকি আমের চারাগাছ পেয়েছিলেন মধ্যপ্রদেশের ওই চাষি। তবে এই গাছে যে চুনী পাথরের রঙের আমের ফলন হবে তা কিন্তু ঘুণাক্ষরেও টের পাননি তিনি। গাছে ফল আসার পরেই বুঝতে পারেন যে আসলে এক অবিশ্বাস্য ব্যাপার ঘটে গিয়েছে।