Viral News: শীতের স্নান থেকে রক্ষে! এই ওয়াশিং মেশিনে ঢুকলেই ১৫ মিনিটে হয়ে যাবে কাজ!
Human Washing Machine: জাপানিজ কোম্পানি সায়েন্স কোম্পানির তরফে এই মেশিনটি বানানো হয়েছে। একটি স্পা-এর মতো অভিজ্ঞতা দেবে এই মেশিন, এমনটাই দাবি ওই সংস্থার।
নয়া দিল্লি: আবিষ্কারের দেশ বলা যেতে পারে জাপানকে। সূর্যোদয়ের দেশে এবার এমন এক নতুন আবিষ্কার প্রকাশ্যে আসল যা সকলকে অবাক করে দেওয়ার ক্ষমতা রাখে! সম্প্রতি জাপানে 'জিউম্যান ওয়াশিং মেশিন' আবিষ্কৃত হয়েছে। এটি একটি AI Powered ডিভাইস। যা কাপড় নয়, এবার মানুষ ধোবে। সোশাল মাধ্যমে এই খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া শীতকাতুরেদের মনে। শীতে যদি জল গায়ে না লাগিয়েই কাজ হয়ে যায়, এর থেকে ভাল খবর আর কী থাকে, এমনটাই বলছেন নেটিজেনরা।
জাপানিজ কোম্পানি সায়েন্স কোম্পানির তরফে এই মেশিনটি বানানো হয়েছে। একটি স্পা-এর মতো অভিজ্ঞতা দেবে এই মেশিন, এমনটাই দাবি ওই সংস্থার। হাইস্পিড ওয়ার জেট মেশিন, পরিষ্কারের জন্য মাইক্রোস্কোপিক এয়ার বাবলের মাধ্যমে ত্বক ও চুল ধুয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, মেশিনে যখন এই ধোয়ার কাজ চলবে তখন রিলাক্স মিউজিকও বাজানো হবে।
কী ভাবে কাজটি হবে?
প্রথমে উষ্ণ জলের মধ্যে ওই মেশিনে ঢোকানো হবে আপনাকে।
এরপর আপনাকে স্পা এর মেশিনে বসানো হবে। এরপর হাইস্পিড জল, এয়ার বাবলে ঢেকে দেওয়া হবে আপনাকে। যার মাধ্যমে চুল ও দেহের ময়লা বেরিয়ে আসবে।
এআই এর মাধ্যমে সেখানকার তাপমাত্রা এবং প্রেসারও নির্ধারণ করা হবে।
স্যানিও ইলেকট্রিক ১৯৭০ সালে এই ভাবনাটি এনেছিল। তবে আধুনিক সংস্করণটি ওসাকা এক্সপো ২০২৫ এ প্রকাশ করবে বলে খবর!
আরও পড়ুন, গুগলে সবচেয়ে বেশি কী সার্চ করেছেন পাক নাগরিকরা? রিপোর্ট দেখলে চমকাবেন!
এমনকী, এই সংস্থাটি ইতিমধ্যেই স্বয়ংক্রিয় বাথটাবেরও ঘোষণা করেছে তাঁদের অফিসিয়াল ওয়েবসাইটে। এই এক্সপো-তে ১০০০ জন এই মেশিনের সুযোগ নিতে পারবে বলে জানিয়ে সংস্থাটি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে