Viral News: প্রেমিকার সামনে 'হিরো' হওয়ার আপ্রাণ চেষ্টা? এবার 'ভাড়া পাওয়া যাচ্ছে' ভিলেন! কত টাকা খসাতে হবে?
এই প্রথম নয়, এর আগেও তাঁকে একাধিক ব্যক্তি ভাড়া করেছেন বলেও জানিয়েছেন তিনি। অর্থাৎ এ বিষয়ে তার 'যথেষ্ট অভিজ্ঞতা' আছে বলেই জানান তিনি।

কলকাতা: প্রেমিকার কাছে হিরো হতে এবার এক অভিনব ঘটনা ঘটালেন প্রেমিক। প্রেমিকার কাছে নিজেকে প্রমাণ করতে কত কী-ই না করে থাকেন অনেকে। এবার তেমনই এক অদ্ভূত কাণ্ড ঘটালেন এক ব্যক্তি। 'পুরুষত্ব' প্রচার করতে গিয়ে আজব ঘটনাই বানিয়ে ফেললেন।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক রিপোর্টে বলা হয়েছে, প্রেমিকার কাছে নিজের 'হিরোগিরি' দেখানোর জন্য 'ভিলেন ভাড়া করা হচ্ছে' এমন একটি পোস্ট দেন ওই ব্যক্তি। এই মাসের শুরুর দিকে শাজালি সুলাইমান নামে পরিচিত এই ব্যক্তি, সোশাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন দেন। সেখানে তিনি বলেন, "আপনাকে কি আপনার সঙ্গীকে দুর্বল ভেবে ক্লান্ত হয়ে পড়েছেন? সঠিক পারিশ্রমিক যদি দেন আমি আপনাকে তাদের ভুল প্রমাণ করতে সাহায্য করব"।
প্রেমিকদের উদ্দেশে ওই ব্যক্তি বলেছেন, "আমাকে শুধু সময় আর স্থান বলে দিন। ব্যস আমি আমার হাতে। সেখানে আমি আপনাকে নায়ক হওয়ার সুযোগ দেব। প্রথমে আপনাকে বিরক্ত করব। হয়রানির চেষ্টা করব আপনার প্রেমিকাকে। এরপর আপনি নায়কের মতো আমার মুখোমুখি হবেন। সেখানে আমি পরাজয় স্বীকার করে নেব। এই লড়াইয়ে কারও কোনও আঘাত লাগবে না।"
এই প্রথম নয়, এর আগেও তাঁকে একাধিক ব্যক্তি ভাড়া করেছেন বলেও জানিয়েছেন তিনি। অর্থাৎ এ বিষয়ে তার 'যথেষ্ট অভিজ্ঞতা' আছে বলেই জানান তিনি।
এই বিজ্ঞাপন দেওয়ার সময় একটি ঘটনাও ব্যাখ্যা করেন তিনি। একটি 'ভাড়ার' অ্যাকশন দৃশ্যের বর্ণনা করে তিনি বলেন, 'যখন প্রেমিক বাথরুমে গিয়েছিল, আমি তার গার্লফ্রেন্ডকে 'হয়রানি' করার ভান করেছিলাম। যখন সে ফিরে আসে, তখন সে একজন নায়কের মতো আমার মুখোমুখি হয়'। পুরো প্রক্রিয়া জুড়ে কেউ কারও ক্ষতি করেনি বলেই জানিয়েছেন তিনি। এটি অনেকটা WWE- এর মতোই, এমনটাই বলেছেন ওই 'ভাড়া করা ভিলেন'।
উল্লেখ্য, ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) হল বিশ্বের সবচেয়ে বিখ্যাত পেশাদার কুস্তি প্রতিযোগিতার একটি, যেটি তার কোরিওগ্রাফ করা যুদ্ধের পারফরম্যান্সের জন্য পরিচিত।
ইতিমধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
