Viral News: খুদেকে টেনে নিয়ে পালানোর চেষ্টা বাঁদরের! সিসিটিভিতে ধরা পড়ল শিউরে ওঠার মতো ভিডিও
China Viral News : আক্রমণের জেরে ও রাস্তায় টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার জেরে খুদের মুখে একাধিক ক্ষতচিহ্ন তৈরি হয়েছে।
![Viral News: খুদেকে টেনে নিয়ে পালানোর চেষ্টা বাঁদরের! সিসিটিভিতে ধরা পড়ল শিউরে ওঠার মতো ভিডিও Viral News: Monkey try to kidnap little girl in china, cctv footage captured Viral News: খুদেকে টেনে নিয়ে পালানোর চেষ্টা বাঁদরের! সিসিটিভিতে ধরা পড়ল শিউরে ওঠার মতো ভিডিও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/22/d2de5e463ae8484b6fc341a97457e601_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চোংকুইং (চিন) : নিজের মনে সাইকেলে চড়ে খেলছে এক খুদে। হঠাৎ-ই পিছন থেকে অতর্কিতে হানা। মাটিতে ফেলে টেনে-হিঁচড়ে কিডন্যাপের চেষ্টা করল বাঁদর! শিউরে ওঠার মতো এমনই এক ভিডিও সামনে এসেছে। ঘটনা চিনের (China) চোংকুইং মিউনিপ্যালিটিতে (Chongqing Municipality)। সিসিটিভি ফুটেজে (CCTV Footage) ধরা পড়েছে, এক খুদেকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এক বাঁদর (wild monkey)। তবে সৌভাগ্যবশত রাস্তা পার করা একজন 'বাঁদরের কীর্তি' দেখতে পেয়ে ছুটে এসে উদ্ধার করেন বাচ্চাটিকে (little girl)। আক্রমণের জেরে ও রাস্তায় টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার জেরে খুদের মুখে একাধিক ক্ষতচিহ্ন তৈরি হয়েছে।
ঠিক কী ঘটেছে
বাঁদরের আক্রমণে পড়া খুদের মা লিউ জানিয়েছেন, ঘটনার সময় ঘরে রান্না করছিলেন তিনি। বাড়ির ঠিক বাইরে রাস্তায় খেলায় মেতেছিল তাঁর বাচ্চা মেয়ে। তখনই মেয়ের ও স্থানীয় একজনের চিৎকার শুনে তিনি ছুটে বেরিয়ে আসেন। দেখেন রাস্তা থেকে তাঁর মেয়েকে তুলছেন এক স্থানীয়। মেয়ের গোটা মুখে একাধিক ক্ষত-চিহ্ন। এলাকার সিসিটিভিতে ধরা পড়ে বাঁদরের আক্রমণের বিষয়টি। খুদেটি পিছন দিকে ঘুরে খেলার সময় তাঁর ওপর অতর্কিতে হামলা চালায় বাঁদরটি। প্রথমে ধাক্কা দিয়ে বাচ্চা মেয়েটিকে রাস্তায় ফেলে দেয় সে, তারপর টেনে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এক স্থানীয় বিষয়টি দেখতে পেয়ে ছুটে এসে বাচ্চাটিকে বাঁচান।
Shocking moment toddler is rescued from a wild monkey in China pic.twitter.com/aXtFH4l2OX
— The Sun (@TheSun) April 21, 2022
স্থানীয়দের অভিযোগ
ঘটনার পরই ক্ষুব্ধ লিউ স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানান। তাদের পক্ষ থেকে খুদের হাসপাতালে চিকিৎসা ও ভ্যাকসিনেশনের বন্দোবস্ত-র প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। চোংকুইং মিউনিসিপ্যালিটির স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত মে মাস থেকে বুনো বাঁদরের তাণ্ডব চলছে এলাকায়। একাধিক বয়স্ক এর আগে আক্রান্ত হয়েছেন। স্থানীয় প্রশাসনকে সে ব্যাপারে জানালো হলেও এখনও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ তাঁদের। স্থানীয় পুলিশ জানিয়েছে, পাহাড়ি এলাকা থেকে নেমে এসে এরকম অতর্কিতে হামলা চালাচ্ছে জন্তুরা। চেষ্টা করেও এখনও ধরা যায়নি বাঁদরটিকে।
আরও পড়ুন- 'আমার বিয়ে ২৬ এপ্রিল, আমায় নিয়ে পালিয়ে চলো' দশের নোটে ভাইরাল কী এটা!
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)