Viral Pic: 'আমার বিয়ে ২৬ এপ্রিল, আমায় নিয়ে পালিয়ে চলো' দশের নোটে ভাইরাল কী এটা!
Viral Pic: অনলাইনে এই ছবি শেয়ার হওয়ার পর নিমেষে তা ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়াও পেয়েছে এই ছবি। এক নেটিজেন লিখেছেন, 'মরিয়া সময়ে মরিয়া ব্যবস্থার প্রয়োজন হয়'।
নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় সারাদিন কত কীই না ভাইরাল হতে থাকে। তেমনই এক নতুন জিনিসের হদিশ মিলেছে সোশ্যাল মিডিয়ায়। এক নতুন ধরনের প্রেমপত্র। ট্যুইটারে এখন ভাইরাল। ঠিক কেমন চিঠি? দশ টাকার নোটে লিখে প্রেমিককে বার্তা পাঠালেন এক প্রেমিকা।
দশ টাকার নোটে 'প্রেমপত্র'
এক মহিলা ১০ টাকার একটি নোটের সাদা অংশে প্রেমিককে চিঠি লিখলেন। তাও আবার তাকে নিয়ে পালানোর প্রস্তাব দিলেন তিনি।
বিয়ে ঠিক করা হয়েছে বাড়ি থেকে। কিন্তু কুসুমের মন পড়ে অন্য জায়গায়। প্রেমিক বিশালকে তাই দশ টাকার নোটে চিঠি লিখে পালিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন কুসুম। আর সেই ছবিই ভাইরাল।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে হিন্দি হরফে লেখা, 'বিশাল আমার বিয়ে ২৬ এপ্রিল। আমায় নিয়ে পালিয়ে চল। আমি তোমাকে ভালবাসি। তোমার কুসুম।'
Twitter show your power... 26th April ke Pehle kusum ka Yeh message vishal tak pahuchana hai.. Doh pyaar karne wale ko milana hai.. Please amplify n tag all vishal you know.. 😂 pic.twitter.com/NFbJP7DiUK
— Crime Master Gogo 🇮🇳 (@vipul2777) April 18, 2022
ট্যুইটারে এই ছবি পোস্ট করেছেন বিপুল নামের এক নেটিজেন। তিনি ক্যাপশনে লেখেন, 'ট্যুইটার তোমার ক্ষমতা দেখাও। ২৬ এপ্রিলের আগে কুসুমের এই বার্তা বিশাল পর্যন্ত পৌঁছে দিতে হবে। এই প্রেমিক-প্রেমিকা জুটিকে একত্রিত করতে হবে।' এরপর মজা করে তিনি লেখেন, 'যত বিশালকে চেনেন সকলকে ট্যাগ করুন।'
নেটিজেনদের প্রতিক্রিয়া
অনলাইনে এই ছবি শেয়ার হওয়ার পর নিমেষে তা ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়াও পেয়েছে এই ছবি। এক নেটিজেন লিখেছেন, 'মরিয়া সময়ে মরিয়া ব্যবস্থার প্রয়োজন হয়'। অপর একজন লিখেছেন, 'বিশাল, এ কেমন ব্যবহার ভাই?' আবার একজন লিখেছেন, 'বিশাল, তোমার হবু স্ত্রী অপেক্ষা করছে তোমার জন্য।'
রইল এমনই কিছু প্রতিক্রিয়া।
Haye ram; desperate times call for desperate measures!
— ज्योतसना प्रणीत भारद्वाज (@Bhardwajyotsana) April 18, 2022
Lets do it! Vishal your dulhaniya is waiting for you! https://t.co/P283jaF2T3
— Chinten Shah (@chintenshah) April 20, 2022
I did my bit*. 😂
— Rajesh Singh (@DrfarVision) April 19, 2022
*Retweet is subjected to marriage risk.. https://t.co/0a1ZytbbV0
The best tweet till date..... https://t.co/XhJJr8KKsy
— Venkatesh Kumar T S (@venkatesh0202) April 18, 2022
আরও পড়ুন: Viral News: ফোন কিনলে লেবু ফ্রি! স্পেশাল অফারে ফ্রি পেট্রোলও