Viral News: বিয়ে করতে আসছিলেন, ঘোড়ার পিঠেই হৃদরোগে মৃত্যু বরের ! আনন্দ উৎসবে শোকের ছায়া
MP Groom Dies Of Heart Attack: সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো তুমুল ভাইরাল হয়ে পড়েছে। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে এক বর ঘোড়ার পিঠে বসে রয়েছেন, আশেপাশে তার আত্মীয়স্বজনরা রয়েছেন।

মধ্যপ্রদেশ: মধ্যপ্রদেশের শেওপুর জেলার ঘটনা। এক ব্যক্তি বিয়ে করতে যাওয়ার পথে ঘোড়ার পিঠে বসে থাকাকালীনই হৃদরোগে (MP Groom Dies) আক্রান্ত হয়ে মারা যান। আনন্দ উৎসবের মধ্যেই নেমে আসে শোকের ছায়া। আর এই ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের (Viral News) মধ্যেও দুশ্চিন্তার মেঘ দেখা দিয়েছে। হৃদরোগের মারাত্মক প্রভাব এভাবে প্রাণ কেড়ে নিতে পারে, ভেবেই অনেকে শিউরে উঠছেন।
কীভাবে মৃত্যু হল বরের ?
সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো তুমুল ভাইরাল হয়ে পড়েছে। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে এক বর ঘোড়ার পিঠে বসে রয়েছেন, আশেপাশে তার আত্মীয়স্বজনরা রয়েছেন। হঠাৎ করেই তিনি জ্ঞান হারিয়ে ঘোড়ার উপরে ঢলে পড়েন। আশেপাশের মানুষ ছুটে আসে তাঁকে ধরার জন্য। অনেকেই তার প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু কিছুতেই সুরাহা মেলে না। প্রাণ হারান সেই ব্যক্তি। মধ্যপ্রদেশের শেওপুর জেলায় ঘটেছে এই করুণ পরিণতি। তিনি যে হৃদরোগে আক্রান্ত হয়েছেন সেটা বুঝতে পেরে আশেপাশের লোকজন তাঁর কাছে ছুটে আসেন। অনেকেই তার বুকে চাপ দিয়ে প্রাণ ফেরানোর অনেক চেষ্টা করেন। কিন্তু একসময় হাল ছেড়ে দিতে হয়।
মধ্যপ্রদেশে এভাবেই আরেক ব্যক্তির মৃত্যু
এর আগের মাসে ১৯ জানুয়ারি মধ্যপ্রদেশের সাগর জেলায় বিয়ের অনুষ্ঠানে ঠিক একইরকম ঘটনা ঘটেছিল। বরের মৃত্যু হয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়ে। মধ্যপ্রদেশের রীতি পাও পাখরাই চলার সময়েই জ্ঞান হারিয়ে ঢলে পড়েন বর। আর বিয়ের মণ্ডপেই মাটিতে লুটিয়ে পরেন তিনি। সংবাদসূত্রে জানা গিয়েছে রাজঘাট রোডের জেসি নগরের বাসিন্দা ছিলেন এই ব্যক্তি যার বয়স ২৮ বছর, নাম হর্ষিত চৌবে। পাও পাখরাই অনুষ্ঠানের সময়েই তিনি অস্বস্তিবোধ করতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার পরিবারের সদস্যরা তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে গিয়ে চিকিৎসকরা বলেন যে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
বেশ কয়েকদিন আগেই হাথরাসে ২২ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয় বিয়ের রাতেই, তাও হৃদরোগে আক্রান্ত হয়েই। ২০২৪ সালের ১৯ নভেম্বর শিবম কুমার নামের সেই ব্যক্তি বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।






















