Viral News: চুরি করতে গিয়ে হতাশ, সোনাদানা, টাকা, কিছুই মিলল না, শেষে গৃহিণীর চুমু নিয়ে পালাল চোর
Thief Steals Kiss: মুম্বইয়ের মালাডে গত ৩ জানুয়ারি এই ঘটনা ঘটে।
মুম্বই: টাকা-পয়সা, জিনিসপত্র চুরি করতে ঢুকেছিল চোর। কিছু না পেয়ে শেষে 'চুমু চুরি' করে নিয়ে গেল সে। মহারাষ্ট্রের মুম্বই থেকে এই ঘটনা সামনে এল। চোরকে কয়েক ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় শ্লীলতাহানির মামলা দায়ের হয়। ডাকাতির চেষ্টার ধারায়ও মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। কিন্তু শেষ পর্যন্ত সতর্কবার্তা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে খবর। সেই নিয়ে পুলিশের সমালোচনা করছেন অনেকেই। (Viral News)
মুম্বইয়ের মালাডে গত ৩ জানুয়ারি এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা, ৩৮ বছর বয়সি এক মহিলা ওই দিন বাড়িতে একাই ছিলেন। সেই সময় আচমকাই জোর করে বাড়িতে ঢুকে পড়ে চোর। বাড়িতে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় সে। মহিলার মুখ চেপে ধরে কোথায় মূল্যবান জিনিসপত্র, টাকা-পয়সা রাখা আছে জানতে চায়। (Thief Steals Kiss)
পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, তাঁর মুখ চেপে টাকা-পয়সা, মূল্যবান জিনিসপত্র, এটিএম কার্ড, মোবাইল ফোন দাবি করে ওই চোর। তিনি জানান, বাড়িতে তেমন মূল্যবান কিছুই নেই। এর পর কিছু বুঝে ওঠার আগেই, ওই চোর তাঁকে চুম্বন করে পালিয়ে যায়। চোরের এমন আচরণে হতভম্ব হয়ে যান তিনি।
পরে কুরার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ওই এলাকারই বাসিন্দা। সন্ধের মধ্যেই তাকে গ্রেফতার করা হয়। কিন্তু কোনও শাস্তি দেওয়ার পরিবর্তে, স্রেফ সতর্কবার্তা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, অতীতে কোনও অপরাধ করেছে বলে রেকর্ড নেই অভিযুক্তের নামে। পরিবারের সঙ্গেই থাকে সে। তবে চাকরিবাকরি নেই, বেকার যুবক। ঠিক কী ঘটেছিল, কেনই বা অমন আচরণ করল অভিযুক্ত যুবক, তা এখনও স্পষ্ট নয়। যদিও পুলিশের দাবি, তদন্ত এখনও বন্ধ হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। বিষয়টিকে লঘু করে দেখা উচিত নয় বলে মত তাঁদের।
নবি মুম্বই থেকেও এমনই উদ্বেগজনক খবর সামনে এসেছে। জানা গিয়েছে, হাউজিং সোসাইটির মিটিংয়ে গিয়েছিলেন এক মহিলা। সেখানে পাঁচজন মিলে বেধড়ক মারধর করে তাঁকে। সোসাইটির চেয়ারম্যানও মারধরে যুক্ত ছিলেন বলে অভিযোগ। মিটিংয়ে কিছু বিষয় নিয়ে প্রশ্ন করাতেই তাঁকে মারধর করা হয় বলে দাবি মহিলার। গালিগালাজ ছাড়াও মাটিতে ফেলে তাঁকে এলোপাথাড়ি ঘুষি, লাথি মারা হয় বলে অভিযোগ। সেই নিয়েও মামলা দায়ের করেছে পুলিশ।