Viral News: শিশুর গালের ক্ষত জুড়লেন আঠা দিয়ে! নার্সের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ!
শিশুটিকে তার বাবা-মা দ্রুত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি

কলকাতা: খেলতে গিয়ে গালে বিরাট চোট পায় শিশু। ঘরে প্রাথমিকভাবে রক্তরক্ষণ বন্ধ করা যায়নি, ফলে সঙ্গে সঙ্গেই চিকিৎসার জন্য শিশুটিকে তার বাবা-মা দ্রুত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি।
অভিযোগ, সেখানকার কর্তব্যরত নার্স সাত বছর বয়সী ওই শিশুর মুখের ক্ষত সেলাইয়ের পরিবর্তে ফেভিকুইক সুপারগ্লু দিয়ে জুড়ে দেন। অভিযোগে বরখাস্ত করা হয়েছে ওই নার্সকে এমনটাই জানা গিয়েছে। ঘটনাটি গত ১৪ জানুয়ারি কর্নাটকের হাভেরি জেলার আদুর গ্রামের একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। যদিও এই 'ভাইরাল' খবরের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
ইন্ডিয়া টুডে- সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কর্তব্যরত নার্স, জ্যোতি, সাত বছর বয়সী এক শিশুর চিকিৎসা করতে গিয়ে এই ঘটনা ঘটান। যদিও ওই নার্সের বক্তব্য ছিল, শিশুর মুখে দাগ পড়া রোধ করবে তাই তিনি সেলাই না করে সুপারগ্লু ব্যবহার করেছিলেন।
এদিকে, ফেভিকুইক দেওয়ার ফলে শিশুর গালে সংক্রমণ ছড়ায়। এরপর শিশুটির বাবা-মা পুরো বিষয়টি জানিয়ে সমাজমাধ্যমে ছেড়ে দেন। যা নিয়ে হইহই পড়ে যায়। এরপর ওই শিশুটিকে অন্য একজন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা দেখে তো তিনি হতবাক হয়ে যান। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সুরক্ষা কমিটির কাছে অভিযোগ দায়ের করে পরিবার।
আরও পড়ুন, এবার আরও বিপাকে বাংলাদেশ? ইউনূসের দেশে উন্নয়নমূলক প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ আমেরিকার
যদিও ওই নার্সের বক্তব্য তিনি তাঁর জ্ঞান অনুযায়ীই শিশুর চিকিৎসা করেছিলেন। তাঁর বক্তব্য পরিবারের যদি এতই অসুবিধা হত তাহলে আগেই তাঁরা বলতে পারতেন। ইতিমধ্যেই এই ঘটনাটি নিয়ে পদক্ষেপ করেছে কর্নাটকের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। ওই নার্সকে বরখাস্ত করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের কমিশনারের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয় যে, 'যে জোরালো আঠা ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ, সেটি চিকিৎসার ক্ষেত্রে ব্যবহারযোগ্য নয়। অনুমোদন নেই। এ ক্ষেত্রে নার্স সেই আঠাই ব্যবহার করেছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















