Pakistani Journalist: 'অপারেশন সিঁদুর'-এর নামে ভুয়ো ভিডিয়ো পোস্ট ! তীব্র নিন্দা, কটাক্ষ পাকিস্তানি সাংবাদিককে
Operation Sindoor: পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের অনেকগুলি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ভারতীয় বায়ুসেনার হামলার পরে পরেই বেশ কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে।

Viral News: সাবির সাখির নামের এক পাকিস্তানি সাংবাদিককে সম্প্রতি সমাজমাধ্যমে তীব্র নিন্দা ও কটাক্ষের শিকার হতে হয়েছে। সমাজমাধ্যমে সেই সাংবাদিক একটি ভিডিয়ো পোস্ট করেছেন যা কিনা আদপে গাজার এয়ার স্ট্রাইকের (Pakistani Journalist) পুরনো ভিডিয়ো, অথচ সেই সাংবাদিক এই ভিডিয়োটিকেই ভারতের 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) বলে দাবি করেছেন। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনার প্রত্যাঘাত হেনেছে ভারত। ভারতীয় সেনারা মধ্যরাতেই পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। এই অভিযানের ভিডিয়ো হিসেবে গাজার এয়ার স্ট্রাইকের ভিডিয়ো পোস্ট করায় তুমুল নিন্দার শিকার হন এই পাকিস্তানি সাংবাদিক।
পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের অনেকগুলি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ভারতীয় বায়ুসেনার হামলার পরে পরেই বেশ কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে। পাকিস্তানিদের অনেকেই আবার সমাজমাধ্যমে ভুয়ো ভিডিয়োও পোস্ট করেছেন। চূড়ান্ত উত্তেজনা বৃদ্ধি ও পুরোদমে যুদ্ধ পরিস্থিতির আবহে আতঙ্ক ও আশঙ্কার মধ্যে এই পাকিস্তানি সাংবাদিক এই ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে বেশ কিছু ক্ষেপণাস্ত্র একটি বাড়িকে ধূলিসাৎ করে দিতে দেখা যায়। সাবির সাখির নামের এই সাংবাদিক পাকিস্তানের ARY সংবাদমাধ্যমের একজন সঞ্চালকও, তিনি এই ভিডিয়ো পোস্ট করে দাবি করেন যে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরে ভারতের সেনাবাহিনীর হামলার ফুটেজ এটি। কিন্তু এই দাবি টেকে না। এক্স হ্যান্ডলে তাঁর এই ভিডিয়োর বিপক্ষে বহু নেটিজেন ভুয়ো বলে লিখতে শুরু করেন এবং ভুল ভিডিয়ো ছড়ানোর অভিযোগ তোলেন।
গুগল ইমেজ রিভার্সের মাধ্যমে দেখা যায় যে সাবির সাখিরের পোস্ট করা ভিডিয়োটি আসলে ইজরায়েলের গাজার উপরে আক্রমণের ছবি। ২০২৩ সালে কাবুল নিউজ গাজায় বোমা নিক্ষেপের খবর পরিবেশনের সময় এই ভিডিয়ো প্রকাশ করেছিল বলে জানা যায় অনুসন্ধানে। আসল পোস্টটি খুঁজে পাওয়া যায় যার ক্যাপশনে লেখা ছিল 'গত রাত্রে ইজরায়েল গাজায় বোমা নিক্ষেপ করা শুরু করেছে। প্যালেস্তিনীয় সংবাদমাধ্যম অনুসারে, নারী ও শিশু মিলিয়ে ৪০০ মানুষ গত রাত্রের এই বোমা নিক্ষেপের কারণে মারা গিয়েছেন। বাড়ি ভেঙে পড়ে ভগ্নস্তূপের মধ্যে এখনও আটকে পড়ে আছেন শত শত মানুষ'।
সাবির সাখিরের এই মিথ্যে ভিডিয়ো পোস্ট করার প্রেক্ষিতে একেকজন একেক ধরনের কমেন্ট করেছেন এক্স পোস্টে। কেউ কেউ তাঁকে চরম ট্রোল করেছেন, কেউ কেউ বলেছেন যে এই ধরনের ভিডিয়ো পোস্ট করার আগে যাচাই করে নিতে। একজন পোস্টের কমেন্টে এসে সরাসরি লেখেন, 'এটি ভুয়ো'। আরেকজন জানান যে এটি আসলে গাজার ভিডিয়ো।























