এক্সপ্লোর
Operation Sindoor: বদলা নিল ভারত, 'অপারেশন সিঁদুর'-এর পরে মিষ্টিমুখ-আতসবাজিতে দেশজুড়ে উল্লাস, ভারতীয় সেনার জয়ধ্বনিতে মাতল দেশ
Operation Sindoor Celebration: পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জঙ্গিঘাঁটি মধ্যরাতের অভিযানে ধ্বংস করেছে ভারতীয় সেনা। আর এই 'অপারেশন সিঁদুর'-এর সাফল্যে সারা দেশজুড়ে উল্লাস, উৎসবের আবহ।
উল্লাসে মাতোয়ারা দেশ, বদলা নিয়েছে ভারত
1/10

২২ এপ্রিল। কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনার যোগ্য বদলা নিল ভারত। ১৫ দিনের মধ্যেই প্রত্যাঘাত পাকিস্তানের মাটিতে।
2/10

পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জঙ্গিঘাঁটি মধ্যরাতের অভিযানে ধ্বংস করেছে ভারতীয় সেনা। আর এই 'অপারেশন সিঁদুর'-এর সাফল্যে সারা দেশজুড়ে উল্লাস, উৎসবের আবহ।
3/10

তেরঙা জাতীয় পতাকা উড়িয়ে পাটনার একটি স্কুলের পড়ুয়ারা ভারতের এই জয়কে উদযাপন করেছে আজ। ভারতীয় সেনার জয়ধ্বনিতে গলা মিলিয়েছে সকলে।
4/10

বিকানীরের স্কুলশিক্ষিকারা স্কুল চলাকালীনই একে অপরকে সিঁদুর পরিয়ে এই জয়োল্লাসে সামিল হন। বারাণসীর একটি অঞ্চলে একে অপরকে মিষ্টিমুখ করান মানুষ।
5/10

বারাণসীর নমামি গঙ্গে অনুষ্ঠানের সদস্যরা কেউ হাতে ভারতমাতার ছবি, আবার কেউ কেউ হাতে নরেন্দ্র মোদির ছবির নিয়ে ভারতের অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন করেন।
6/10

লক্ষ্ণৌতে জাতীয় পতাকা উড়িয়ে অপারেশন সিঁদুরের জয়ধ্বনি দেওয়া হয়। অন্যদিকে রাজস্থানের যোধপুরে হাইকোর্টের আইনজীবীরা আদালত চত্বরেই 'বন্দেমাতরম' ধ্বনি দেন, 'ভারতমাতা কি জয়' ধ্বনিতে গলা মেলান সকলে।
7/10

মহারাষ্ট্রে কৃষক, সবজি বিক্রেতা ও সাধারণ মানুষরা বাজি ফাটিয়ে, ভারতীয় সেনার নামে জয়ধ্বনি দিয়ে এই অভিযানের সাফল্য উদযাপন করেছেন। নিত্যদিনের দোকান-পাট বন্ধ ছিল কিছুক্ষণের জন্য।
8/10

প্রয়াগরাজে দেখা যায় এক মহিলা ভারতের এই সামরিজ বিজয়কে পালন করতে শঙ্খধ্বনি দিচ্ছেন। তাঁর পিছনে জাতীয় পতাকা হাতে নিয়ে এই উদযাপনে সামিল আরও মানুষ।
9/10

সমাজমাধ্যম জুড়ে ছড়িয়ে পড়েছে ভারতের বিজয়বার্তার নানা মূহূর্ত, নানা ছবি। শত্রুঘাঁটি ধ্বংসের ভিডিয়ো। 'অপারেশন সিঁদুর' ট্রেন্ড করতে থাকে সমাজমাধ্যম জুড়ে।
10/10

নাগপুরের বেশ কিছু মানুষ আতসবাজি পুড়িয়ে এই বিজয়ের মুহূর্ত উদযাপন করেন। এদের মধ্যে বেশ কিছু বিজেপি সমর্থকও ছিলেন। সারা দেশজুড়ে এখন যেন উৎসবের আবহ।
Published at : 07 May 2025 04:00 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























