Viral News: ব্রিটেনের কলেজ থেকে স্নাতক, নিরাপত্তারক্ষী 'বাবা'র মেয়ের দুরন্ত সাফল্য
Viral Post: একাধিক ভারতীয়রা তো ব্রিটেনে পড়তে যান, পাস করে চাকরিও করেন সেখানে তাহলে ধনশ্রীজি ব্যতিক্রম কেন?
নয়া দিল্লি: চেষ্টা করলে কী না হয়। আর্থিক সমস্যায় অনেক কিছু আটকে যায় তা ঠিক, তবে ইচ্ছের জোরে সে বাধা কাটিয়ে এগিয়েও যে যাওয়া যায়, তার নজির তৈরি করলেন ধনশ্রীজি।
সদ্য ব্রিটেন থেকে স্নাতক হয়েছেন তিনি। কিন্তু তাঁকে নিয়ে নেটপাড়ায় এত হইচই কেন? প্রশ্ন উঠতেই পারে একাধিক ভারতীয়রা তো ব্রিটেনে পড়তে যান, পাস করে চাকরিও করেন সেখানে তাহলে ধনশ্রীজি ব্যতিক্রম কেন? তিনি আলাদা কারণ, অনেক কষ্টে করে ব্রিটেনে গিয়ে সাফল্য পেয়েছেন তিনি।
বাবা সিকিউরিটি গার্ডের কাজ করেন। কষ্টার্জিত টাকায় মেয়েকে পড়াশুনো করার জন্য ব্রিটেনে পাঠান তিনি। প্রত্যেক মা-বাবা সন্তানদের মানুষ করতে নিজের সবটুকু দিয়ে দেন। নিজেরা দিনরাত পরিশ্রম করে যান সন্তানের জীবনকে আলোয় ভরিয়ে দেওয়ার জন্য। ঠিক তেমনভাবেই নিরাপত্তারক্ষী বাবা যেভাবে মেয়েকে বিদেশে পাঠিয়েছেন সেই কাহিনীই মন কেড়েছে নেটিজেনদের।
একজন নিরাপত্তারক্ষীর মেয়েকে বিদেশে পড়তে পাঠানোর জন্য বাবাকে ধন্যবাদ জানানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আয়ুষ্মান খুরানা এবং নৌকার প্রতিষ্ঠাতা আমান গুপ্তা সহ সেলিব্রিটিরা মেয়ে এবং তার বাবার প্রচেষ্টার প্রশংসা করছেন।
View this post on Instagram
ইনস্টাগ্রামে শেয়ার করা ক্লিপের ক্যাপশনে ধনশ্রী জি লিখেছেন, "আমাকে বিশ্বাস করার জন্য তোমাকে ধন্যবাদ পাপা।" একটি ভিডিওতে বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই তরণী। ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে ধনশ্রী জি লিখেছেন, “যারা আমার বাবাকে বলেছেন, ‘আপনি শুধু একজন গার্ড, আপনি আপনার মেয়েকে বিদেশে পাঠাতে পারবেন না। তিনি আমার লাইফগার্ড এবং তিনি এটা করেছিলেন এবং সাফল্য পেয়ে দেখিয়ে দিলেন।”
ভিডিওটি এর মধ্যেই ইনস্টাগ্রামে ২০ মিলিয়নের বেশি ভিউজ হয়েছে। অভিনেতা আয়ুষ্মান খুরানা একটি স্যালুট ইমোজি দিয়ে তাদের অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন, মা করতেন রান্নার কাজ, ডিম বিক্রির টাকায় চলত সংসার- লড়াই করেই সাফল্যের শীর্ষে সাফিন