Viral News: সদ্যোজাতের ছবি দিয়ে ফেসবুকে বিজ্ঞাপন, ১৫০ ডলারে বিক্রি হবে সন্তান ! গ্রেফতার মহিলা
US woman Arrested: জুনিপার ব্রাইসন নামের সেই মহিলা তাঁর একটি পুত্র সন্তান জন্মের পরেই একটি ফেসবুক গ্রুপে সদ্যোজাতের ছবি আপলোড করেন, সেই গ্রুপে তাঁর পোস্টে তিনি সন্তানকে দত্তক নেওয়ার আবেদন রাখেন।
কলকাতা: আমেরিকার টেক্সাসের এক মহিলাকে সম্প্রতি গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ তার সন্তান জন্মানোর পরেই ফেসবুকে একটি বিজ্ঞাপন দিয়ে তাঁর সদ্যোজাত সন্তানকে বিক্রি করার প্রয়াস করছিলেন সেই মহিলা। তাঁর নাম জুনিপার ব্রাইসন, বয়স ২১ বছর, একটি অনলাইন অ্যাডপশন গ্রুপে তাঁর সন্তানের ছবি দিয়ে এক পরিবারের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই বিজ্ঞাপনে তিনি জানাননি যে সেই সন্তানের বিনিময়ে কোনো আর্থিক সাহায্য তাঁর চাই কিনা। এই ঘটনায় নেটিজেনদের মধ্যে তুমুল শোরগোল শুরু হয়েছে। বহু পরিবার সেই সদ্যোজাত সন্তানকে দত্তক নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল, তারা জানতেন যে ব্রাইসন কোনো টাকা-পয়সা চাইবেন না।
জুনিপার ব্রাইসন নামের সেই মহিলা তাঁর একটি পুত্র সন্তান জন্মের পরেই একটি ফেসবুক গ্রুপে সদ্যোজাতের ছবি আপলোড করেন, সেই গ্রুপে তাঁর পোস্টে তিনি লিখেছিলেন, 'দ্য বার্থ মাদার ইস লুকিং ফর অ্যাডাপ্টিভ পেরেন্টস'। এমনকী সেই পোস্টে তিনি এও জানান যে যারা তাঁর সেই সন্তানকে দত্তক নিতে চান, তাদের হাতে বাচ্চাটিকে তুলে দেওয়ার জন্য তিনি বহুদূরে ভ্রমণেও রাজি। কিন্তু এই আবেদনের সঙ্গে সেই মহিলা এও জানান যে সেই সন্তানের বিনিময়ে তিনি টাকা চান। কারণ তাঁর আর্থিক সমস্যা রয়েছে। এমনকী জানা গিয়েছে একটি নতুন বাড়ি কেনার জন্য ডাউন পেমেন্ট দিতে টাকার দরকার ছিল তাঁর আর সেই প্রয়োজন তিনি মেটাতে চাইছিলেন সন্তানকে বিক্রি করে। তাঁকে একটা চাকরিও জোগাড় করতে হবে যাতে পরে নিজের মেয়েকে বড় করে তুলতে পারেন তিনি। এমনকী কোনো গাড়িও তাঁকে দিতে পারেন আগ্রহীরা, সেই আবেদনও রাখেন তিনি।
সাতটি পরিবার এই সন্তানকে দত্তক নিতে রাজি হয়। একটি পরিবার সেই মহিলার থেকে ৩০০ মাইল দূরে থাকে, তারা রাজিও হয়ে যায় সেই সন্তানকে দত্তক নিতে। কিন্তু জুনিপার ব্রাইসন টাকা চাওয়ায় তারা পিছু ফিরে আসে।
জানা গিয়েছে ব্রাইসন বহু মানুষের সঙ্গে সন্তানকে দত্তক নেওয়ার ব্যাপারে কথা বলেছেন এবং তাঁর সঙ্গেই হাসপাতালে ভর্তি ছিলেন এক মহিলার সঙ্গেও এই বিষয়ে কথা বলেছেন তিনি। এক সমকামী দম্পতিও তাঁর প্রস্তাবে রাজি হয়েছিলেন এবং তারা লুইজিয়ানা থেকে এক রাতের মধ্যে গাড়ি চালিয়ে সেই সন্তানকে নিতে আসেন, কিন্তু ব্রাইসন তাদের থেকে টাকা চাওয়ায় তারা এতে সম্মত হননি।
আরও পড়ুন: Bengaluru News: বাস চালাতে চালাতেই হৃদরোগে মৃত্যু চালকের, কন্ডাক্টরের তৎপরতায় প্রাণ বাঁচল যাত্রীদের