Viral News: নম্বর প্লেটে 'পাপা' ! যায় কি এমন লেখা
Uttarakhand Police: 'পাপা কহেতে হ্যায় বড়া নাম করেগা...’ গানের চার লাইন লিখে ট্যুইট করেছিল উত্তরাখণ্ড পুলিশ। প্রশাসন সূত্রে খবর, ট্যুইটের মাধ্যমে অভিযোগ জমা পড়ার পর ওই গাড়ির মালিককে তলব করে পুলিশ।
নয়াদিল্লি: গাড়ির নম্বর প্লেটে (Number Plate) চোখ রাখলে মনে হতেই পারে ইংরেজি হরফে লেখা রয়েছে ‘Papa’। যা দেখে জনপ্রিয় হিন্দি ছবির গান ‘পাপা কহেতে হ্যায় বড়া নাম করেগা...’-এর দু’কলি মনেও পড়ে যেতে পারে। আর এই নম্বর প্লেটের জন্যই গাড়ির মালিককে দিতে হল জরিমানা। ঘটনা উত্তরাখণ্ডের (Uttarakhand)। শুধু জরিমানাই নয়। বদলাতে হল ওই নম্বর প্লেটও। এই গাড়ির নম্বর প্লেটের বদলানোর আগের এবং পরের ছবি শেয়ার করেছে উত্তরাখণ্ড পুলিশ (Uttarakhand Police)।
‘
पापा कहते हैं बड़ा नाम करेगा,
— Uttarakhand Police (@uttarakhandcops) July 12, 2022
गाड़ी के प्लेट पर पापा लिखेगा,
मगर ये तो कोई न जाने,
कि ऐसी प्लेट पर होता है चालान..
ट्वीट पर शिकायत प्राप्त करने के बाद #UttarakhandPolice ने गाड़ी मालिक को यातायात ऑफिस बुलाकर नम्बर प्लेट बदलवाई और चालान किया। pic.twitter.com/oL4E3jJFAV
গাড়ির মালিককে তলব পুলিশের: পাপা কহেতে হ্যায় বড়া নাম করেগা...’ গানের চার লাইন লিখে ট্যুইট করেছিল উত্তরাখণ্ড পুলিশ। প্রশাসন সূত্রে খবর, ট্যুইটের মাধ্যমে অভিযোগ জমা পড়ার পর ওই গাড়ির মালিককে তলব করে পুলিশ। নম্বর প্লেট বদলানো হয়। পাশাপাশি ওই গাড়ির মালিকের জরিমানাও ধার্য করা হয়েছে। সোশাল মিডিয়ায় এই খবর ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। হাসির রোল তুলেছেন কেউ কেউ। কেউ আবার উত্তরাখণ্ড পুলিশের কাজের প্রশংসাও করেছেন।
Owner of car with "Papa" number plate
— Prasanna Bishtt (@BishtPrasanna) July 13, 2022
in #Uttarakhand fined
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣#UttarakhandPolice #Uttarakhand #UK07 #UK01 #Vehicle #India #BreakingNews #breakingdown #BJP #TeJran pic.twitter.com/YhZuRSvfAY
আরও পড়ুন: Watch Viral Video: বর্ষায় অপরূপা এই জলপ্রপাত, নায়াগ্রা বলে ভ্রম হতে বাধ্য, দেখুন ভাইরাল ভিডিও