Viral News: কটমট করে তাকিয়ে এক মহিলা...সবজির দোকান, নানা জায়গায় নজর কাড়ছে এই ছবি ! কী এটি
Bengaluru Viral News: ছবিগুলিতে দেখা যাচ্ছে, একটি সবজির দোকানে সারে সারে সাজানো টমেটো। আর তাঁর উপরেই টাঙানো এই আশ্চর্য ছবি। গতকাল এই পোস্ট শেয়ার হয়েছে সমাজমাধ্যমে।
কলকাতা: বাজারে নানা ধরনের ছবি নানা দোকানে টাঙানো থাকতে দেখা যায়। কখনও কখনও এমন কিছু ছবি দেখে চোখ আটকে যায় মানুষের। আর এমনই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে। একটা স্থানীয় সবজির দোকানে টাঙানো এক মহিলার ছবি (Viral News)। সেই মহিলা কটমট করে তাকিয়ে আছেন যেন আপনারই দিকে। আর এই ছবিই একজন নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করার মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কেন এমন ছবি টাঙানো সেই দোকানে ? ছবি দেখে কী প্রতিক্রিয়া নেটিজেনদের ?
নীহারিকা নামের সেই নেটিজেন (Viral News) তাঁর এক্স হ্যান্ডলে এরকম তিনটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'ভাগ্যিস আমি আজ বাইরে বেরিয়েছিলাম।' এই ছবিগুলিতে দেখা যাচ্ছে, একটি সবজির দোকানে সারে সারে সাজানো টমেটো। আর তাঁর উপরেই টাঙানো এই আশ্চর্য ছবি। গতকাল এই পোস্ট শেয়ার হয়েছে সমাজমাধ্যমে। তারপর থেকে ৩৬ হাজার ভিউ এসেছে এই পোস্টে, সঙ্গে ৭০০ লাইকও পড়ে গিয়েছে।
ছবিতে (Viral News) যারা কমেন্ট করেছেন, তাঁদের কমেন্টগুলি খুবই অদ্ভুত। অনেকেই যদিও এই দোকানটি ঠিক কোথায় তা জানার চেষ্টা করেছেন, আবার জনৈক নেটিজেন লিখেছেন, 'এটা এখন ট্রেন্ড হয়ে গিয়েছে, এই দোকানির পর আরও অনেকেই টাঙাচ্ছে তাঁদের দোকানে।' একজন মজা করে লেখেন, 'নিজেকে সৃষ্টিশীল রাখার জন্য এই ছবিটা আমি আমার ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখব।' কেউ আবার বুঝতে না পেরে কমেন্ট করেন,'এই ছবিটা এখানে টাঙিয়ে রাখার মানে কি ?'। ছবিতে নীল ব্লাউজ, লাল শাড়ি পরিহিত এক মহিলাকে টমেটো ভর্তি স্টলের সামনে তাকিয়ে থাকতে দেখা যায়। এই মহিলার কপালে লাল টিপ পরা ছিল।
সবথেকে আশ্চর্য কমেন্ট করেন এক নেটিজেন, 'এটা হল সিসিটিভি যখনও সিসিটিভি আবিষ্কার হয়নি'। আবার একজন লেখেন এটা আসলে ম্যানেজারের চোখ যখন কর্মী বেতন বাড়ানোর কথা বলেন।
কিছুদিন আগে আরেকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। উত্তরপ্রদেশের পিলিভিট জেলার রাহুলনগর এলাকায় এক ১০ বছরের শিশু ম্যাগি খাওয়ার পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ম্যাগি খেয়ে এমন শিশুমৃত্যুর ঘটনায় তোলপাড় নেটপাড়া।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Viral Video: ভাতের পর নুডলস খেয়ে মৃত্যুর কোলে বছর দশের শিশু, কী হল হঠাৎ