(Source: ECI/ABP News/ABP Majha)
Viral News: একদিনেই ৩-৪ হাজার ! ক্যাব চালিয়েই এত আয় ? চোখ কপালে নেটিজেনদের
Bengaluru Cab Driver: জনৈক ব্যক্তি একটি পোস্ট করে জানান যে দিনে ক্যাব চালিয়ে সেখানকার এক ক্যাব চালক ৩ হাজার থেকে ৪ হাজার টাকা আয় করেন এবং ওলা ক্যাব চালিয়ে আরও কিছু টাকা আয় হয় তাঁর।
কলকাতা: কিছুদিন আগেই একটি পোস্টে দেখা গিয়েছিল একটি মোমোর দোকানে লোক নেওয়া হবে ২৫ হাজার টাকা বেতনে। সেই পোস্টেও উন্মাদনা (Viral News) ছড়িয়েছিল নেটপাড়ায়। এবার বেঙ্গালুরুর এক ক্যাব চালকের আয় দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। সমাজমাধ্যমে বেঙ্গালুরুর (Bengaluru Cab Driver) জনৈক ব্যক্তি একটি পোস্ট করে জানান যে দিনে ক্যাব চালিয়ে সেখানকার এক ক্যাব চালক ৩ হাজার থেকে ৪ হাজার টাকা আয় করেন এবং ওলা ক্যাব চালিয়ে আরও কিছু টাকা আয় হয় তাঁর। অদ্ভুত অভিজ্ঞতা সেই ব্যক্তির। তাঁকে কী জানান ক্যাব চালক ?
সমাজমাধ্যমে একটি পোস্টে সেই ব্যক্তি লেখেন, 'একটা অনুষ্ঠান থেকে আমি ফিরছিলাম। একটি ক্যাব বুক করি। সেই ক্যাব চালকের সঙ্গে গল্প করতে করতে জানতে পারি দিনে তাঁর ৩০০০-৪০০০ টাকা আয় হয়। আমি তাজ্জব হয়ে যাই।' রেডিটে এই পোস্ট করেন একজন ব্যক্তি। শুধু তাই নয়, তিনি আরও লেখেন, 'সেই ক্যাব চালক যদি দিনে ৩ হাজার টাকা আয় করেন এবং মাসে ২৫ দিন কাজ করেন, তাহলে তিনি মাসে ৭৫ হাজার টাকা উপার্জন করতে পারেন।'
পেট্রলের খরচ বাদ দিলেও তাঁর হাতে প্রচুর টাকা থাকবে বলেই হিসেব করে দেখান সেই ব্যক্তি। শুধু তাই নয়, ওলার সঙ্গে আরও একটি ক্যাব যুক্ত করা আছে তাঁর, ফলে সেখান থেকে বাড়তি কিছু টাকা আয় হয় তাঁর। সেই ক্যাব চালক তাঁকে জানান, তাঁর সন্তানেরা খুব ভাল স্কুলে পড়াশোনা করে। আগের চাকরি চলে যাওয়ায় ২০১৯ সাল থেকে ক্যাব চালাতে শুরু করেছেন তিনি, জানান সেই ক্যাব চালক।
কয়েকদিন আগে রেডিটে এই পোস্ট করেছিলেন জনৈক ব্যক্তি। সেদিন থেকে এতে ৩০০টি আপভোট পড়েছে। কমেন্ট সেকশনে বহু মানুষ সেই ক্যাব চালকের আয় দেখে নিজেদের মতামত লিখেছেন। একজন লেখেন, 'এটা সম্ভব, এতে যুক্তি আছে। আমার একজন খুব কাছের বন্ধুর ভাই আছে যিনি ওলা ক্যাব চালক হিসেবে কাজ করেন। তিনি সাধারণত রেলওয়ে স্টেশন এবং এয়ারপোর্টে তিনি পিক আপ নেন। অদ্ভুত সময়ে কাজ করেন। তারপরেও সব খরচ বাদ দিয়ে ৮০ হাজার টাকা মাসে সঞ্চয় হয় তাঁর। ক্যাব চালিয়েই তিনি নিজের দেশের বাড়িতে কয়েক একর জমিও কিনেছেন।'