Viral Video: কুকুরকে পেঁচিয়ে ধরছে অজগর! পোষ্যর প্রাণ বাঁচাতে সাপের সঙ্গে লড়াই তিন বালকের
Snake Viral Video: অনেকেই বলেছে এই ঘটনা রীতিমত হাড়হিম করা। স্বল্প দৈর্ঘ্যের ওই ক্লিপটিতে দেখা যায় একটি কুকুরকে একেবারে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে একটি বিশালাকার অজগর।
![Viral Video: কুকুরকে পেঁচিয়ে ধরছে অজগর! পোষ্যর প্রাণ বাঁচাতে সাপের সঙ্গে লড়াই তিন বালকের viral video 3 boys fight off python to save their pet dog Viral Video: কুকুরকে পেঁচিয়ে ধরছে অজগর! পোষ্যর প্রাণ বাঁচাতে সাপের সঙ্গে লড়াই তিন বালকের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/07/9d6f396f89dd8fdc8714ab4e2bf6ac841659862559_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: মানুষের জন্য যেমন মানুষের লড়াই জারি থাকে, তেমনই পোষ্যদের জন্যও ভালবাসা থাকে একই রকম। তেমনই প্রমাণ মিলল একটি ঘটনায়। যেখানে নিজেদের জীবন বাজি রেখে তিন বালক তাঁদের পোষ্য কুকুরকে বাঁচায় বিশাল অজগরের (Python) হাত থেকে। সেই ভিডিওটি সোশাল মিডিয়ায় (Social Media) আসতে ভাইরাল (Viral) হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় তিনটি অল্পবয়সি ছেলে তাঁদের পোষা কুকুরটিকে বাঁচাতে অজগরের সঙ্গে লড়াই করছে।
তবে এই ভিডিও কোন এলাকার কিংবা কবে তোলা হয়েছে, ভিডিওটির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে ওই অল্পবয়সি ছেলেগুলি যেভাবে সরীসৃপটির সঙ্গে লড়াই করেছে এবং পোষ্যটিকে দানবীয় অজগরের হাত থেকে বাঁচিয়ে আনতে পেরেছে তাকে কুর্নিশ জানিয়েছে নেটমহল।
আরও পড়ুন, বাগদান থেকে এলাহি ভোজন, রীতি মেনে বিয়ের আসর মৃত বর কনের
অনেকেই বলেছে এই ঘটনা রীতিমত হাড়হিম করা। স্বল্প দৈর্ঘ্যের ওই ক্লিপটিতে দেখা যায় একটি কুকুরকে একেবারে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে একটি বিশালাকার অজগর। এমনভাবেই পেঁচিয়ে রয়েছে সাপটি, যে যেকোনও মুহূর্তে গিলে খাওয়ার উপক্রম। এই অবস্থা দেখে প্রথমে এক বালক সাপের মাথাটি আগে ধরে। তারপর অন্য দুজনও এগিয়ে আসে। ক্রমাগত তাঁরা সাপের দেহটিকে মোচড় দিয়ে দিয়ে কুকুরের দেহ থেকে খুলে ফেলতে শুরু করে। যদিও সাপটিও সর্বশক্তিদিয়ে তার কাজটি করে যাচ্ছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি ওই অসীম সাহসী তিন জনের লড়াইয়ের কাছে।
দেখুন সেই ভিডিও-
These kids 👏👏 pic.twitter.com/fa2yQH71Eo
— figensezgin (@_figensezgin) August 5, 2022
ভিডিওতে দেখা যায় যে অক্ষত অবস্থাতেই কুকুরটি সাপের কবল থেকে মুক্ত হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)