SpiceJet Staff Assaulted: লাগেজ নিয়ে তুমুল বচসা, বাড়তি ওজনের জন্য টাকা চাওয়ায় বিমানকর্মীকে বেধড়ক মার সেনা আধিকারিকের ! ভিডিয়ো ভাইরাল
Army Officer Assaults SpiceJet Staff: সেনা আধিকারিকের লাগেজের ওজন ৭ কেজির বেশি ছিল আর তাই এর জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে বলার পরেই সেই আধিকারিক বিমানকর্মীদের বেধড়ক মারতে শুরু করেন।

নয়াদিল্লি: বিমানবন্দরে ব্যাপক হইচই। চরম হিংসাত্মক ঘটনা। কেবিল লাগেজের ওজন বেশি হওয়ায় এর জন্য অতিরিক্ত টাকা চাওয়াতেই শুরু হয় বচসা এবং সেই বচসার চরম পর্যায়ে এক সেনা আধিকারিক স্পাইসজেট বিমান সংস্থার কর্মীকে খুনের মত হামলা করে বসেন, বেধড়ক মারতে শুরু করেন তাঁকে। শ্রীনগর বিমানবন্দরে এই হামলার জেরে চার বিমানকর্মী গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে একজনের শিরদাঁড়াতেও চোট লেগেছে বলে বিবৃতিতে জানিয়েছে স্পাইসজেট বিমানসংস্থা।
বিমানসংস্থার বয়ান অনুসারে সেই সেনা আধিকারিকের লাগেজের ওজন ৭ কেজির বেশি ছিল আর তাই এর জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে বলার পরেই সেই আধিকারিক বিমানকর্মীদের বেধড়ক মারতে শুরু করেন। বারবার বিমানকর্মীদের ঘুষি-লাথি মেরেছেন। এমনকী লাইনে দাঁড়ানোর জন্য এক কর্মীকেও আক্রমণ করেছিলেন তিনি। এক কর্মী এই ঘটনায় হঠাৎ করেই মেঝেতে অজ্ঞান হয়ে পড়েন, কিন্তু তারপরেও সেই আধিকারিক তাঁকে মাটিতে ফেলেই লাথি মারতে থাকেন।
বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ান কর্মীরা তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করেন এবং এই পরিস্থিতি সামাল দেন। ইতিমধ্যেই জানা গিয়েছে ভারতীয় সেনাবাহিনী এই ঘটনাটির দায়ভার নিয়েছে এবং তদন্ত করছে। সঙ্গে বেসামরিক তদন্তে সাহায্যও করছে তারা। ২৬ জুলাই দিল্লিগামী এক বিমানযাত্রীর সঙ্গেই এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে স্পাইসজেট সংস্থা।
বিমানসংস্থার তরফে একটি দীর্ঘ বিবৃতিতে বলা হয়েছে, ’২৬ জুলাই ২০২৫ তারিখে শ্রীনগর থেকে দিল্লিগামী ফ্লাইট এসজি ৩৮৬-এর বোর্ডিং গেটে একজন যাত্রী স্পাইসজেটের চারজন কর্মীকে গুরুতরভাবে আঘাত করেন। আমাদের কর্মীদের বারবার ঘুষি, লাথি মারতে থাকেন। লাইনে দাঁড়িয়ে থাকার কারণে এই আঘাত পেয়ে একজন কর্মীর শিরদাঁড়া ভেঙে গিয়েছে। চোয়ালে গুরুতর আঘাত লেগেছে।’ সংস্থা জানায় যে সেই ব্যক্তি ১৬ কেজি ওজনের দুটি লাগেজ নিয়ে যাচ্ছিলেন যা বিমানের নির্ধারিত ওজনের দ্বিগুণের থেকেও বেশি। এই কারণে তাঁর থেকে অতিরিক্ত চার্জ চাওয়া হয় আর তখন তিনি সকলকে অমান্য করে বোর্ডিং প্রক্রিয়া সম্পূর্ণ না করেই অ্যারোব্রিজে ঢোকার চেষ্টা করেন। আর এই সময়েই তাঁকে বাধা দিতে আসেন এক স্পাইসজেট কর্মী। তাঁকে চরম প্রহার করেন তিনি। সেনা আধিকারিকের আঘাতে তাঁর চোয়াল ভেঙে যায়।
Spicejet says the man in orange (an Army officer) has been booked for this “murderous assault” on its staff at Srinagar airport over payment for excess cabin baggage. Airline says spinal fracture and broken jaw among the injuries. Probe underway. pic.twitter.com/g2QmIPU7eJ
— Shiv Aroor (@ShivAroor) August 3, 2025
স্থানীয় থানায় এই সেনা আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে স্পাইসজেট, বিমানবন্দরের ঘটনার সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে পুলিশের হাতে।






















