Viral Video: খাবার নিয়ে কাড়াকাড়ি, হাতাহাতি ! বাণিজ্য সম্মেলনে চরম বিশৃঙ্খলা; ভিডিয়ো ভাইরাল
Madhya Pradesh Global Investors Summit: এই ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, এই বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে লাঞ্চের টাইমে খাবার খেতে এসে হঠাৎ করেই খাবার নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয় উপস্থিত জনতা।

Trending Video: আন্তর্জাতিক একটি বাণিজ্য সম্মেলনে এসে নিছক খাবারের জন্য তৈরি হল বিশৃঙ্খলা, লণ্ডভণ্ড চারদিক। প্লেট নিয়ে মারামারি, ভাঙচুর ! আর সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বাণিজ্য সম্মেলনের (Global Business Summit) উদ্বোধন করেছিলেন যেখানে দেশ বিদেশের বহু প্রতিনিধি (Viral Video) উপস্থিত ছিলেন। আর এই সম্মেলনেই খাবার নিয়ে কাড়াকাড়ির ভিডিয়ো ভাইরাল। কী ঘটেছিল সেদিন ?
এই ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, এই বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে লাঞ্চের টাইমে খাবার খেতে এসে হঠাৎ করেই খাবার নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয় উপস্থিত জনতা। আর খাবার না পেয়ে শুরু হয় ভাঙচুর, হাতাহাতি, ধাক্কাধাক্কি। খাবারের কাউন্টার ভেঙে দেওয়া হয়, সবকিছু এক কথায় লণ্ডভণ্ড হয়ে যায়। এই সম্মেলনে যারা যোগ দিয়েছিলেন তাদের (Viral Video) অনেককেই দেখা গিয়েছে হুড়োহুড়ি করে খাবারের প্লেট নিয়ে ছুটতে এবং সেই প্লেট দখলের লড়াই আরও ভয়ঙ্কর চেহারা নেয়। যারা খাবার পরিবেশন করছিলেন তাদের থেকে খাবারের প্লেট ছিনিয়ে নেওয়া হয়। চরম বিশৃঙ্খলা দেখা যায় বাণিজ্য সম্মেলনে। মধ্যপ্রদেশের ভোপালে আয়োজিত হয়েছিল এই বাণিজ্য সম্মেলন। ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি আয়োজিত এই সম্মেলনে অংশ নিয়েছিলেন বহু শিল্পপতি এবং এখানে লক্ষ কোটি টাকার মৌ স্বাক্ষরিতও হয়। আর সেখানেই দুপুরের খাবার খাওয়ার সময় পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়।
সামান্য প্লেটের জন্য এত লড়াই দেখে ভিডিয়োর (Viral Video) কমেন্টে নানাবিধ মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন 'এরা কেউ খেতে পায় না, কতদিন ধরে ক্ষুধার্ত !', আবার একজন কমেন্টে লেখেন, 'এখানে কি দারুণ কোনও খাবার পরিবেশন করা হচ্ছিল ?' জনৈক নেটিজেন আবার লেখেন যে তিনি এই ঘটনায় কোনও ভুল কিছু খুঁজে পাচ্ছেন না, এটা প্রায়শই বিয়ে বাড়িতে হয়ে থাকে। ভিডিয়ো দেখে এক জন মন্তব্য করেছেন, ‘‘বিনামূল্যের দুপুরের খাবার নেওয়ার জন্য ভুয়ো ‘বিনিয়োগকারীদের’ তাড়াহুড়ো।’’ অন্য এক জন নেট ব্যবহারকারী লিখেছেন, “আমি বিভিন্ন সম্মেলনে যোগ দিয়েছি, কিন্তু মধ্যপ্রদেশে অনুষ্ঠিত গ্লোবাল ইনভেস্টরস সামিটের এই দৃশ্যগুলি বেশ আকর্ষণীয়, যেখানে সবাই দুপুরের খাবারের জন্য লড়াই করছেন।”






















