Viral Video: দামি চার চাকায় অর্ডার দিতে আসলেন ডেলিভারি বয়, হতকচিত কাস্টমার থেকে নেটপাড়া
Viral News: সোশ্যাল মিডিয়ায় দিব্যা শ্রীবাস্তব বলে একজন একটি ভিডিও শেয়ার করেন। সেখানে ডেলিভারি বয়কে দেখে তো কাস্টমার একেবারে হা।

নয়াদিল্লি: বর্তমান যুগে বিভিন্ন ডেলিভারি অ্যাপ সাধারণ মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যেই খাবার, ওষুধ থেকে বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদি অ্যাপের মাধ্যমে অর্ডার করলেই চলে আসে নাগালে। সম্প্রতি এক ডেলভারি বয় অর্ডার নিয়ে যে বাহনে চেপে আসেন, তা দেখে কাস্টমার থেকে নেটপাড় সকলেই স্তম্ভিত বললেও কম বলা হবে।
সোশ্যাল মিডিয়ায় দিব্যা শ্রীবাস্তব বলে একজন একটি ভিডিও শেয়ার করেন। সেখানে ডেলিভারি বয়কে দেখে তো কাস্টমার একেবারে হা। সাধারণত, স্কুটি, সাইকেল, বাইক চালিয়েই ডেলিভারি বয়রা অর্ডার দিতে আসেন। তবে এক্ষেত্রে তিনি দুই নয় চার চাকায় ডেলিভারি দিতে আসেন। একেবারে ঝাঁ চকচকে মাহিন্দ্রা থারে সওয়ার হয়ে আসেন 'Blinkit'-র ডেলিভারি বয়। ভিডিওতে ডেলিভারি বয়কে থার থেকে মালপত্র নিয়ে বেরিয়ে তা দিয়ে আবার থারে করেই বেরিয়ে যান।
View this post on Instagram
ভিডিওতে বিস্মিত হয়ে একজনকে বলতে শোনা যায়, 'ভাই, ও থারে করে ডেলিভারি করতে এসেছে।' ভাইরাল ভিডিও পোস্ট করে ক্যাপশনে দিব্যা প্রশ্ন করেন, 'বিল্কইট, তোমাদের ডেলিভারি বয়রা কি এতটাই টাকা পাচ্ছে? নাকি মাহিন্দ্রা তোমরা বর্তমানে খুবই স্বল্প মূল্যে থার বিক্রি করছ?' এই ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়ায় শোরগোল। কেউ কেউ মজাদার জোকস শেয়ার করেন, তো কেউ আবার টিপ্পনি করেন। ২ সেপ্টেম্বর শেয়ার করা এই ভিডিওটি কিন্তু এতদিনে লক্ষ লক্ষ ভিউ এবং হাজার হাজার লাইক পেয়েছে।
তাড়া খেয়ে বাড়ির ছাদে উঠল ষাঁড়
পথকুকুরের উৎপাত নিয়ে মামলা হয়েছে আদালতে। সোশ্য়াল মিডিয়ােতও জোর পেয়েছে তর্কবিতর্ক। আর সেই আবহেই বেনজির দৃশ্য সামনে এল। পথকুকুরের তাড়া খেয়ে বাড়ির মাথায় উঠে পড়তে দেখা গেল একটি ষাঁড়কে। পথকুকুরদের সামনে রীতিমতো আতঙ্কিত হয়ে বাড়ির টালির চালে উঠে পড়ে ষাঁড়টি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। (Bull Climbs onto Roof)
তেলঙ্গানার আদিলাবাদ থেকে এই ঘটনা সামনে এসেছে। নিরাল গ্রামের বাসিন্দা শেখ গফুরের বাড়ির গোয়ালের ষাঁড়ই এমন কাণ্ড ঘটিয়েছে। জানা গিয়েছে, বাড়ির সামনে খুঁটে বাঁধা ছিল ষাঁড়টি। কিন্তু সেখানে তাকে উত্যক্ত করছিল পথকুকুরের দল। পথকুকুরের দল এতটাই আগ্রাসী হয়ে ওঠে যে ষাঁড়টি ভয় পেয়ে যায়।






















